আটটি দল যারা মূল পর্বের টিকিট পেয়েছে তারা হল আফগানিস্তান, ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ওয়েস্টইন্ডিজ. দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড ৷ এরা সরাসরি সুপার ১২ খেলবে৷
নিউজিল্যান্ড- কেন উইলিয়ামসন (অধিনায়ক), টড এস্টল, ট্রেন্ট বোল্ট, মার্ক চেমপৈন , ডেবন কানবে, লকি ফার্গুসন, মার্টিন গাপ্তিল, কাইল জেমিসন, ডৈরেল মিচেল, জিমি নিশম, গ্লেন ফিলিপ্স, মিচেল সেটনর, টিম সিফর্ট, ইশ সোধি, টিম সাউদি, এডম মিত্নে
advertisement
অস্ট্রেলিয়া - অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), এস্টন এগর, প্যাট কামিন্স, জোস হেজেলউড, জোস ইংগলিস, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, কেন রিচার্ডসন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কস স্টোয়নিস, মিচেল স্বিপ্সন , ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা
রিজার্ভ প্লেয়ার -ডেন ক্রিস্টিয়ন, ন্যাথান এলিস, ডেবিয়ন স্যামস
পাকিস্তান- বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, আসিফ আলি, আজম খান, হ্যারিস রউফ, হসন আলি, ইমাদ ওয়াসিম. খুশদিলি হফিজ, হসনেন, নওয়াজ, মহম্মদ রিজওয়ান, ওয়াসিম, শাহিন আফ্রিদি, মকসুদ
রিজার্ভ প্লেয়ার- দহানি, উসমান কাদির, ফখর জমান
ভারত- বিরাট কোহলি (অধিনায়ক) , রোহিত শর্মা, কেএল রাহুল, সূর্য কুমার যাদব, ঋষভ পন্থ, ইশান কিষাণ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রাহুল চাহার, আর অশ্বিন, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী. জসপ্রীত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, মহম্মদ শামি
রিজার্ভ প্লেয়ার- শ্রেয়স আইয়ার, দীপক চাহার, শার্দুল ঠাকুর, মেন্টর- মহেন্দ্র সিং ধোনি
ইংল্যান্ড- ইয়ন মর্গ্যান (অধিনায়ক), মইন আলি, জনি বেয়রেস্তো, স্যাম বিলিংস, জো বাটলার, স্যাম কারান, ক্রিস জর্ডন, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, টায়মল মিল্স , আদিল রশিদ, জেসন রয়, ডেভিড বিলি, ক্রিস ওকস, মার্ক উড
রিজার্ভ প্লেয়ার- টম কারান, লিয়াম ডোসন, জেমস উইংস
দক্ষিণ আফ্রিকা- টেম্বা বাবুমা (অধিনায়ক), কেশব মহারাজ, কুইন্টন ডি কক, জন ফার্দুইন, রিজা হেন্ড্রিক্স , হেনরিক ক্লাসেন, এডেন মার্করম, ডেভিড মিলর, ম্যুল্ডর, লুঙ্গি এনগিডি, এনরিক নরখিয়া, ডবেন প্রিটোরিয়স, কাগিসিও রাবাদা, তবরেজ শামসি ,রোসি বেন ডর দুসাং
রিজার্ভ প্লেয়ার- জর্জ লিঁডে, এন্ডিল ফেহলুকবায়ো, লিজাজ উইলিয়ামস
ওয়েস্টইন্ডিজ - কায়রন পোলার্ড (অধিনায়ক). নিকোলস পুরন, ক্রিস গেইল, ফ্যাবিয়েন এলেন, ডয়েন ব্র্যাভো, রাস্টেন চেজ, আন্দ্রে ফ্লেচার, শিমরন হেটমায়র, এবিন লুইস, রবি রামপাল, আন্দ্রে রাসেল, লেন্ডল সিমন্স, আফান্সো থোমস, হেডন ওয়ালশ
রিজার্ভ প্লেয়ার- ড্যারেন ব্র্যাভো, শেল্ডন কট্রিল, জেসম হোল্ডার, অকিল হুসেন
আফগানিস্তান- রশিদ খান, রহমতুল্লাহ গুরবাজ, হজরতুল্লাহ জজাই. উসমান ঘানি. অসগর আফগান, মহম্মদ নবি (অধিনায়ক), নজিবুল্লাহ জারদান, হশমতুল্লাহ শাহিদি, মহম্মদ শহজাদ, মুজিব উর রহমান, করিম জন্নত, গুলবদিন নইব, নবীন উল হক, হামিদ হসন, শরাফুদ্দিন অশরফ, দৌলত জাদরান, শপুর জাদরান, কায়স আহমেদ
রিজার্ভ প্লেয়ার - অফসর জজই, ফরিদ আহমদ মালিক