ডেইলি মেলের খবর অনুযায়ি ২৫ বছরের জোরে বোলার ভারতের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের আগে কনুইতে চোট পেয়েছিলেন৷ তবে টি টোয়েন্টির চারটি ম্যাচেই খেলার সময় তাঁর কোনও অসুবিধাও হয়নি৷ এই চারটি ম্যাচে ৭ উইকেট নিয়েছেন তিনি৷ তবে ইংলিশ টিম ম্যানেজমেন্ট জোফ্রা আর্চারকে নিয়ে বেশি রিস্ক নিতে চাইছে না৷ তাঁর পঞ্চম টি টোয়েন্টিতে খেলাও অনিশ্চিত৷ কারণ এই বছর ইংল্যান্ডের অ্যাশেজ ও টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের মতো গুরুত্বপূর্ণ ইভেন্ট রয়েছে৷
advertisement
এদিকে জোফ্রা আর্চারের চোট বেশ ভালোই ছিল যার জন্যশেষটেস্টে তাঁকে প্রথম একাদশে রাখা যায়নি৷ কনুইয়ের চোট সারানোর জন্য যাতে পুরোপুরি সময় পাওয়া যায় তাতে তার জন্য তাঁকে আগে দেশে পাঠানোর ব্যবস্থা করা হতে পারে৷
তিনি চলে গেলে ইংল্যান্ডের কাছে বিকল্পের অভাব নেই৷ কারণ ভারত সফরের জন্য ১৬ সদস্যের দল এসেছে৷ ম্যাট পার্কিনসন ও জেক বোলের মতো ক্রিকেটাররা রয়েছেন৷ ফলে ওয়ান ডে সিরিজেও ইংল্যান্ড দলের কাছে বিকল্প থাকছেই৷ ২০১৯-র বিশ্বকাপের পর থেকে তিনি একটানা ম্যাচ খেলে চলেছেন৷