TRENDING:

কারোর সর্বনাশ কারোর পৌষমাস, পাক সফর বাতিল ECB-র IPL 2021খেলবেন ইংলিশ ক্রিকেটাররা

Last Updated:

IPL 2021:ইংল্যান্ড বনাম পাকিস্তান (Pak vs Eng) সিরিজ হঠাৎ বাতিল করল ইসিবি, এবার খুশির হাওয়া আইপিএলে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: পাকিস্তানের জন্য বড় ধাক্কা৷ নিউজিল্যান্ডের পর এবার পাকিস্তান (England vs Pakistan) সফর বাতিল করল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড  (ECB)৷ ইংল্যান্ড পুরুষ ও মহিলা  ক্রিকেট দল সামনের মাসে ইংল্যান্ড সফরে আসার কথা ছিল কিন্তু হঠাৎ করেই বাতিল করে দিল সফর৷ তাদের পক্ষ (England Cricketers) থেকে বলা হয়েছে মানসিক চাপ ও বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সফর স্থগিত করে দেওয়া হয়েছে৷ দিন কয়েক আগে নিউজিল্যান্ড প্রথম ম্যাচ শুরুর কিছুক্ষণ আগে সিরিজ স্থগিত করে দেয়৷ তারা নিরাপত্তা সংক্রান্ত কারণ দর্শিয়েছিল সিরিজ বন্ধ করে দেওয়ার জন্য৷ এদিকে সিরিজ বাতিল হওয়ায় ইংল্যান্ডের ১০ জনের মধ্যে ৯ জন ফের খেলতে পারবেন আইপিএল ২০২১ (IPL 2021)৷
england has called of pakistan tour and players will be available for ipl 2021- Photo-File
england has called of pakistan tour and players will be available for ipl 2021- Photo-File
advertisement

এদিকে পিসিবি জানিয়ে দিয়েছিল তাঁরা কোনও নিউট্রাল ভ্যেনুতে নিজেদের হোম সিরিজ খেলবে না৷ ইসিবি নিজের বিবৃতিতে জানিয়েছে এই বছর টি টোয়েন্টি বিশ্বকাপ থাকায় অনুশীলন ম্যাচের কথা ভেবে রাজি হয়েছিল পাশাপাশি মহিলা দলেরও অনুশীলন হয়ে যেত সফরে গিয়ে৷ বিবৃতিতে বলা হয়েছে ‘‘ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা মানসিক ও শারীরিক স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়া হচ্ছে৷ বর্তমান পরিস্থিতিতে সেটা খুবই গুরুত্বপূর্ণ৷ আমরা জানি ওখানে যাওয়া নিয়ে সকলের চিন্তা রয়েছে৷ ’’

advertisement

আরও দেখুন - Bangladeshi Hilsa| দুর্যোগের মধ্যেও সুখবর, ওপার বাংলা থেকে প্রায় ২০৮০ মেট্রিক টন ইলিশ আসছে বাংলায়, Video

ইসিবি আরও জানিয়েছে ক্রিকেটারদের ওপর চাপ বাড়বে৷ ক্রিকেটাররা প্রাথমিকভাবে করোনা নিয়ে চিন্তিত৷ এই পরিস্থিতিতে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের আগে এই ধরণের পরিস্থিতিতে এই প্রস্তুতি কার্যকর হবে না৷ বিশ্বকাপে ভালো পারফর্ম করাই ইংল্যান্ড ক্রিকেট দলের প্রাথমিক লক্ষ্য৷ ২০১৯ - এ ইংল্যান্ড একদিনের ওয়ার্ল্ডকাপ জিতেছিল৷ এই পরিস্থিতিতে টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপেও তারা ভালো পারফরম্যান্স জারি রাখতে চাইবে৷

advertisement

আরও পড়ুন - Job Vacancy: ৪৫০ পদে অ্যাপ্রেন্টিস নিয়োগ করবে সাউথ ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড! কী ভাবে আবেদন করবেন?

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

ইংল্যান্ড বনাম পাকিস্তান (England vs Pakistan) সফর বাতিল হওয়ায় বিসিসিআইয়ে স্বস্তির হাওয়া৷ কারণ দ্বিতীয় পর্বের আইপিএল ২০২১ (IPL 2021) এ ইংল্যান্ডের ১০ জনের মধ্যে ৯ জন ক্রিকেটার খেলতে পারছিলেন না পাকিস্তানের বিরুদ্ধে সফর থাকায়৷ তাঁরা প্লে অফে খেলতে পারতেন না৷ এই সমস্ত দলের জন্য চাপ ছিল যাঁদের আইপিএল দলে ইংলিশ ক্রিকেটাররা ছিলেন৷ এখন এঁরা নকআউটে খেলতে পারবেন৷ ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মর্গ্যান কেকেআরের অধিনায়ক৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
কারোর সর্বনাশ কারোর পৌষমাস, পাক সফর বাতিল ECB-র IPL 2021খেলবেন ইংলিশ ক্রিকেটাররা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল