আদৌ কী আর মহেন্দ্র সিং ধোনি জাতীয় দলের জার্সি গায়ে ক্রিকেট খেলবেন তা নিয়ে যখন সর্বত্র চর্চা ঠিক তখনই ধোনি নিজের কুল তকমাকে ফের একবার সত্যি প্রমাণ করলেন ৷ মাহি নিজের রাঁচির বাড়িতে পরিবারের সঙ্গে কোয়ালিটি টাইম কাটাচ্ছেন ৷ সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে ধোনি ও জিভার ভিডিও এখন ভাইরাল ৷
advertisement
আইসিসি ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে ভারত নিউজিল্যান্ডের কাছে হেরেছিল ৷ ২০১৯ -র সেই ম্যাচের পর আর ক্রিকেট খেলেননি মাহি ৷ এই অবস্থায় চেন্নাই সুপার কিংসের জার্সি গায়ে আইপিএলের মঞ্চে ধোনির ধামাকা ব্যাক নিয়ে আশায় ছিলেন ফ্যানরা ৷ কিন্তু মারণ ভাইরাসের সংক্রমণের জেরে খেলা শিকেয় ৷ ধোনির এই না খেলার সুযোগ পাওয়া ক্রিকেট মহল গভীর চিন্তিত ঠিক হবে মাহির ক্রিকেট ভবিষ্যতের ৷ এরইমধ্যে চেন্নাই সুপার কিংস তাদের ‘থালা’-র সুপার কুল ভিডিও পোস্ট করেছে ৷
ভিডিওতে দেখা যাচ্ছে নিজের বাড়ির বাগানে বসে রয়েছেন মাহি , সঙ্গী জিভা ও তাঁর পোষ্যকে নিয়ে বল থ্রোয়িং খেলছেন ৷ ধোনি নিজের মেয়েকে শিখিয়ে দিচ্ছেন ঠিক কীভাবে বল থ্রো করতে হবে যাতে তাদের পোষ্য সেই বল কুড়িয়ে আনতে পারে৷ বাবা-র কথা পুরোপুরি পালন করছেন ছোট্ট জিভা ৷ দেখে নিন সেই ভাইরাল ভিডিও ৷
