বীরেন্দ্র সেওয়াগ নিজের ট্যুইটে শোকবার্তা দেওয়ার পাশাপাশি জানিয়েছেন জেটলির হাত ধরেই দিল্লির বহু প্রতিভা জাতীয় মঞ্চে সুযোগ পেয়েছে খেলতে পেরেছে আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনায় ৷
একইভাবে দিল্লির আরও দুই তারকা ক্রিকেটার গৌতম গম্ভীর ও শিখর ধাওয়ান শোকস্তব্ধ এভাবে অরুণ জেটলির চলে যাওয়ায় ৷ গম্ভীর জানিয়েছেন যেভাবে বাবা প্রথম পথ চলতে কথা বলতে শেখান ঠিক সেভাবেই পরে একজন পথপ্রদর্শক প্রয়োজন হয় যিনি নেতৃত্ব দিতে কথার ওপর আয়ত্ত এনে বার্তা দিতে শেখান ৷ অরুণ জেটলি সেরকম তাই তাঁর এই চলে যাওয়া গভীর শোকের ৷
লক্ষ্মণও জেটলির প্রয়াণে শোক বার্তা দিয়েছেন ৷
বিসিসিআইয়ের কার্যনির্বাহী সভাপতি সিকে খান্নাও শোকবার্তা দিয়েছেন ৷ তিনি জানিয়েছেন অরুণ জেটলির চলে যাওয়া তাঁর কাছে ব্যক্তিগত ক্ষতি ৷ কোনও গডফাদার নয় নিজের কর্মক্ষমতাতেই নিজেকে গড়ে নিয়েছিলেন জেটলি ৷ তাঁর মত বিনয়ী মানুষ বর্তমান ভারতে দায়বদ্ধতার এক অন্য জায়গা দেখিয়েছিলেন ৷ এর পাশাপাশি বিসিসিআই ও ডিডিসিএ -র জন্য যা করেছেন তারও অবদান অনস্বীকার্য বলে নিজের শোকবার্তায় জানিয়েছেন BCCI সভাপতি সিকে খান্না ৷
আরও দেখুন