TRENDING:

IPL 2020-তে প্লে অফেও ওঠেনি CSK, কিন্তু তাদের হুইসেল পোড়ু দ্বিতীয় মোস্ট স্পোর্টস ট্যুইটার হ্যাশট্যাগ

Last Updated:

আরব থেকে খালি হাতে ফিরে এলেও ২০২০ সালে ট্যুইটার হ্যাশট্যাগে সব চেয়ে জনপ্রিয় স্পোর্টস হ্যাশট্যাগের তালিকায় নাম জুড়ল চেন্নাই সুপার কিংসের Whistle Podu-র

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: করোনার (Coronavirus) জন্য দীর্ঘদিন বন্ধ ছিল খেলাধুলা। বন্ধ ছিল সব রকমের টুর্নামেন্ট। অনিশ্চিত ছিল IPL (Indian Premier League) -এর ভবিষ্যত। তবে, আনলক পর্যায়ে ধীরে ধীরে সব কিছু স্বাভাবিক হতে থাকায়, ছন্দে ফেরে ক্রিকেটও। অগস্টে জানা যায়, IPL হবে। দিনক্ষণও স্থির হয়ে যায় সে সময়ে। পরে সংক্রমণের ভয়ে সুদূর আরব আমিরশাহি (United Arab Emirates)-তে দর্শকশূন্য মাঠে খেলা হয় IPL। সারজা, দুবাই ও আবুধাবি, এই তিন জায়গায় IPL-এর আসর বসে।
advertisement

চলতি বছর শুরু থেকেই তেমন ফর্মে ছিল না চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। তিনবারের চ্যাম্পিয়ান CSK-র কোনও খেলোয়াড়কেই তেমন পারফর্ম করতে দেখা যায়নি। প্রথমবার প্লে অফে পর্যন্ত ওঠেনি ধোনির টিম। ধোনির পারফরম্যান্সেও তেমন ধারাবাহিকতা দেখা যায়নি। দুপ্লেসি বা তাহির কাউকেই সে ভাবে ম্যাচ জেতানো অবতারে খেলতে দেখা যায়নি।

অনেকেই আশা রেখেছিল, অন্যান্য বারের মতো শুরুর দিকে CSK-র পারফরম্যান্স খারাপ হলেও শেষের দিকে ঠিক প্লে অফে উঠে আসবে। কিন্তু IPL যত এগিয়েছে, ততই পয়েন্ট টেবিলে নিচের দিকে জায়গা হয়েছে এই টিমের। শেষের দিকে ঋতুরাজ গায়কোয়াড়ের পারফরম্যান্সে আশা জাগলেও তা শেষ পর্যন্ত কাজে আসেনি।

advertisement

CSK-র খারাপ ফলের জন্য অনেকেই হরভজন সিংয়ের না থাকা ও সুরেশ রায়নার অনুপস্থিতিকে দায়ি করে। তবে, টিম চেষ্টা করেছে বলেই মনে করেন অনুরাগীরা।

আরব থেকে খালি হাতে ফিরে এলেও ২০২০ সালে ট্যুইটার হ্যাশট্যাগে সব চেয়ে জনপ্রিয় স্পোর্টস হ্যাশট্যাগের তালিকায় নাম জুড়ল চেন্নাই সুপার কিংসের Whistle Podu-র। এই তালিকায় দ্বিতীয় স্থানে (Second Most Tweeted Sports Hashtag) নাম রয়েছে হুইসেল পোড়ুর। প্রথমে রয়েছে IPL 2020 ও তৃতীয়তে রয়েছে Team India।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

টিমের খারাপ পারফরম্যান্সের জন্য নেটিজেনদের একাংশ CSK-কে নিয়ে ট্রোল করতে শুরু করে। তৈরি হতে থাকে নানা মিম (Meme)। CSK-র অনুরাগীরা আবার টিমের হয়েই ডিফেন্ড করতে থাকেন। এক দিকে অনুরাগীদের ভালোবাসা, অন্য দিকে মিম, GIF ইত্যাদির জন্যই ট্যুইটারে বেশ কিছু দিন ট্রেন্ডিংয়ে ছিল Whistle Podu হ্যাশট্যাগটি। IPL চলাকালীন তো বটেই, IPL শেষের পরও বহু মানুষ এই হ্যাশট্যাগ ব্যবহার করেছেন বলে জানা যায়। যার জন্যই এটি মোস্ট ট্রেন্ডিং হ্যাশট্যাগের তালিকায় নিজের জায়গা করে নেয়।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2020-তে প্লে অফেও ওঠেনি CSK, কিন্তু তাদের হুইসেল পোড়ু দ্বিতীয় মোস্ট স্পোর্টস ট্যুইটার হ্যাশট্যাগ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল