এই ঘটনায় নিজের প্রতিক্রিয়া দিয়েছেন বলি অভিনেত্রী রিচা চাড্ডা ৷ তিনি জানিয়েছেন ইরফানকে এভাবে ব্যক্তিগত আক্রমণ যেখান থেকে করা হয়েছে সেটা একটা ফেক অ্যাকাউন্ট ৷ এর উত্তরে ইরফান পাঠান আবার জানিয়েছেন কিন্তু ফেক হলেও কেউ তো এই অ্যাকাউন্ট ম্যানেজ করেন৷
advertisement
ইরফানং পাঠান জামিয়া ইস্যুতেও নিজের মন্তব্য করেন ৷ তিনি জানিয়েছিলেন জামিয়া বিশ্ববিদ্যালয়ে কোনও একটি ধর্মের ছেলে-মেয়েরাই পড়াশুনো করেন না৷ তিনি জানিয়েছেন জামিয়ার জন্য তিনি সব ধর্মের পড়ুয়াদের সঙ্গেই কথা বলেছিলেন ৷ ইরফান এই ট্যুইটি করে মানুষের মধ্যে চেতনা জাগানোর চেষ্টা করেছিলেন ৷