কিন্তু জিম তৈরি হয়ে গেলেও কাজ শেষ করা সম্ভব হয়নি। অনুশীলনের জন্য স্মার্ট লেন শুরু করা সম্ভব হয়নি। সেই সময় সিদ্ধান্ত নেওয়া হয় তাড়াহুড়ো না করে ধীরে সুস্থে কাজ শেষ করে নতুন বছরে উদ্বোধন করা হবে ইন্ডোর স্টেডিয়াম। ১৮ মার্চ ইডেনে ভারত- দক্ষিণ আফ্রিকা একদিনের ম্যাচের আগে এই স্টেডিয়াম উদ্বোধন হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
advertisement
সিএবি প্রেসিডেন্ট থাকাকালীন সৌরভ সেই সিদ্ধান্ত নেন। তাই ফেব্রুয়ারি মাসের শুরুতে কাজের অগ্রগতি দেখতে সশরীরে হাজির বোর্ড প্রেসিডেন্ট। কাজের অগ্রগতি নিয়ে তেমন খুশি নন সৌরভ। দায়িত্বে থাকা সিইও রোহিত পোদ্দার কে মৃদু ধমক দেন মহারাজ। নতুন ইন্ডোর স্টেডিয়ামের কোথায় কী পরিবর্তন হবে তা বুঝিয়ে দেন সৌরভ। স্টেডিয়ামের ভেতরে লেখা থাকবে ইডেনে মাঠে হওয়া সমস্ত রেকর্ড। বল ব্যাটের লোগো ঝোলানো থাকবে দেওয়ালে।
আরও পড়ুন - ক্যান্সার ছিনিয়ে নিয়েছে বাবাকে, মা কাজ করেন অন্যের বাড়িতে, ফুটবল পায়ে দিনবদলের স্বপ্ন দেখে সিঙ্গুরের পলি
যে সংস্থা লর্ডসের ইন্ডোর সাজিয়ে তুলেছিল, তারাই ইডেনের ইন্ডোর গড়ে তুলতে সাহায্য করছে। আগে তিনটি নেটের ব্যবস্থা ছিল। এখন তা বেড়ে হবে চারটি। প্রত্যেকটিই ‘স্মার্ট লেন’। অর্থাৎ ব্যাটিং বোলিংয়ের পাশাপাশি কোথায় কী ভুল হচ্ছে, তা জেনে নেওয়ার সুবিধা থাকছে প্রত্যেকের জন্য। চারটি নেটের মধ্যে প্রতিটিতে ২৫ রকমের বিশ্লেষণ পাবেন ক্রিকেটারেরা। যেমন বোলার বল করার পরেই স্ক্রিনে দেখতে পাবেন কোথায় ভুল ত্রুটি হচ্ছে। ব্যাটসম্যানও দেখতে পাবেন তাঁদের ব্যাট স্পিড কতটা। ঠিক জায়গা থেকে তিনি ব্যাট নামাতে পারছেন না কি না। টেকনিক্যালি কোথায় ভুল হচ্ছে ।এককথায় ক্রিকেটাররা উপকৃত হবেন। এই ধরনের অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে নিজেদের আরও দ্রুত গড়ে তোলার সুযোগ পাবেন বাংলার ক্রিকেটারেরা। ইন্ডোর পরিদর্শনের পাশাপাশি ভাবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া সঙ্গে আলাদা করে কথা বলেন সৌরভ। আসলে নিজের উত্তরাধিকারীকে সমস্ত দায়িত্ব বুঝিয়ে দিতে চায় মহারাজ।