TRENDING:

‘প্রকৃত প্রেম’ -কে খোলামেলা বার্তা দিলেন অনুষ্কা শর্মা

Last Updated:

অনুষ্কা -র এই বার্তা নিঃসন্দেহে একেবারে হৃদয়ের বার্তা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#থিম্পু: এই মুহূর্তে নিজের স্বামীর সঙ্গে ভূটানে কোয়ালিটি টাইম কাটাচ্ছেন অনুষ্কা শর্মা ৷ ভারতীয় ক্রিকেটের পাহাড়প্রমাণ চাপ আর বলিউডের লাইমলাইট থেকে অনেক দূরে বিরুষ্কা ৷  এরইমধ্যে বিশেষ বার্তা দিলেন সোশ্যাল মিডিয়ায় ৷ নিজের সবচেয়ে অন্তরতমকে জানালেন মনের কথা ৷ অনুষ্কা -র এই বার্তা নিঃসন্দেহে একেবারে হৃদয়ের বার্তা ৷
advertisement

আসলে এই বিশেষ মানুষটি নিঃসন্দেহে এক ও একমাত্র বিরাট কোহলি ৷ বিরাট মঙ্গলবার ৩১ হয়েছেন ৷ সকাল থেকেই একের পর এক বিশেষ শুভেচ্ছা বার্তা এসেছে৷ তবে সকলে যে বিশেষ বার্তার জন্য অপেক্ষা করেছিলেন সেটা আসতে একটু সময় নিল নিঃসন্দেহে ৷ সেটা অনুষ্কার শুভেচ্ছাবার্তা ৷ সোশ্যাল মিডিয়া ছাড়া এখন কার্যত জীবন অচল ৷ ব্যক্তিগত শুভেচ্ছা বিনিময়ের পরেও এই মাধ্যমে কিছু না থাকলে বোধহয় এখনকার পুরো শুভেচ্ছা বিনিময়টা অসম্পূর্ণ থাকে ৷

advertisement

আরও পড়ুন - Happy Birthday বিরাট, দেখে নিন জন্মদিনে ভারতীয় অধিনায়কের অদেখা ছবির অ্যালবাম

ভূটানের একটি বৌদ্ধ মনস্ট্রিতে তোলা বিরুষ্কা একটি সুন্দর ছবি দিয়ে অনুষ্কা বিরাটকে উইশ করেছেন ৷ নিজের শুভেচ্ছা বার্তায় তিনি লিখেছেন, ‘This one is my blessing . My friend , My confidante , My one true love .I hope you find the light guiding your path always and may you choose to do the right thing every time . Your compassion is what makes you a good leader and i pray that you always have that in abundance .Happy Birthday my love’ -যার অর্থ আমার আশীর্বাদ তাঁকে যে আমার বন্ধু, যে আমার আত্মবিশ্বাস, যে আমার প্রকৃত প্রেম, সে যে সব সময়ে সঠিক আলো দেখে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারে৷ সে যেন সব সময়ে সঠিক জিনিসটি বেছে নিতে পারে ৷ তোমার সহমর্মিতা তোমাকে একজন দারুণ নেতা বানায় ৷ আমি প্রার্থনা করি এটাই যেন সব সময় থাকে ৷ আমার প্রেম শুভ জন্মদিন ৷

advertisement

দেখে নিন সেই বিশেষ শুভেচ্ছাবার্তা

এদিকে এর আগে বিরাট কোহলি নিজে নিজেকে জন্মদিনে বিশেষ বার্তা দিয়েছিলেন ৷ পাশপাশি যাঁরা তাঁকে শুভেচ্ছা জানিয়েছে তাঁদের সকলকেও ধন্যবাদ জানিয়েছিলেন ৷

আরও দেখুন

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
‘প্রকৃত প্রেম’ -কে খোলামেলা বার্তা দিলেন অনুষ্কা শর্মা