রবিবার ট্যুইট করে বালাসোর ট্রেন অ্যাক্সিডেন্টের ঘটনায় দুঃখ প্রকাশ করেন বীরেন্দ্র সেহওয়াগ। এই মর্মান্তিক ঘটনার ছবি সকলকে অনেক দিন তাড়া করে বেড়াবে বলেও জানান সেওয়াগ। সেই সঙ্গে বীরেন্দ্র সেহওয়াগ মানবিকতার পরিচয় দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেন। দুর্ঘটনায় নিহতদের সন্তানকে নিজের স্কুলে বিনা খরচায় পড়াশোনা ও দেখভালের দায়িত্ব নিতে চান বলেও জানান তারকা ক্রিকেটার। সহবাগ আন্তর্জাতিক স্কুলে সকলে বোর্ডিংয়ে থেকে পড়াশোনা করতে পারবে বলে জানান সেওয়াগ।
advertisement
বীরেন্দ্র সেহওয়াগের এই ট্যুইট সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। যেখানে অবেক তারকারাই শুধু দুঃখ প্রকাশ করে ক্ষান্ত থেকেছেন, সেখানে সেহওয়াগ শুধু দুঃখ প্রকাশে আটকে না থেকে যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তার প্রশংসা করেছেন নেটিজেনরা। প্রসঙ্গত, এই প্রথম নয়, এর আগেও কোভিড অতিমারী থেকে শুরু করে নানা ঘটনায় বীরেন্দ্র সেহওয়াগের মানবিক রূপ আমরা সকলেই দেখেছি।