বর্ধমান জেলা ক্রীড়া সংস্থার রানীর মাঠে চলছে ক্রিকেট লিগ। তাই এই মাঠে চলতে থাকা অনুর্ধ্ব ১৯ ক্রিকেট লিগকে সাময়িক বন্ধ রাখার আবেদন জানালো জেলা যুব কংগ্রেস। এদিন জেলাশাসক তথা বর্ধমান জেলা ক্রীড়া সংস্থার সভাপতির কাছে স্মারকলিপি দিয়ে যুব কংগ্রেসের পক্ষ থেকে অবিলম্বে এই খেলা বন্ধ করার আবেদন জানানো হয়েছে।
আরও পড়ুন -Chandannagar News: চোখে সানগ্লাস, মাথায় হেলমেট, মহিলাদের সুরক্ষায় তৈরি উইনার্স টিম
advertisement
জেলা মহিলা কংগ্রেস নেত্রী কুমকুম ঘোষ জানিয়েছেন, যেভাবে প্রখর রোদেই এই ক্রিকেট লিগ চলছে তাতে যে কোনও সময়েই বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। তিনি জানিয়েছেন, বিডিএসের কাছে পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থাও নেই। এই অবস্থায় কেউ আচমকা অসুস্থ হলে তা ভয়ংকর পরিস্হিতি ধারণ করতে পারে। তাই অবিলম্বে এই খেলা বন্ধ করা হক। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই খেলা বন্ধ রাখার আবেদন জানান তিনি।
এদিন বর্ধমান জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক পীরদাস মণ্ডল জানিয়েছেন, শুক্রবার থেকে তাঁরা এই অনুর্ধ্ব লিগকে ২ মে পর্যন্ত বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন। যদিও তিনি জানিয়েছেন, তাঁরা বন্ধ করলেও সিএবি এখনও খেলা চালিয়ে যাচ্ছে। হুগলিতে অনুর্ধ্ব ১৬-র লিগের খেলা চলছে। বর্ধমানেও শুরু হতে চলেছে সিএবি পরিচালিত অনুর্ধ্ব ১৯-এর খেলা। তবুও উদ্ভূত পরিস্থিতির জন্য তাঁরা শুক্রবার থেকে ২ মে পর্যন্ত খেলা বন্ধ রেখেছেন।
Malobika Biswas