TRENDING:

Mohun Bagan vs Mohammedan SC: মোহনবাগান-মহমেডান ম্যাচ ঘিরে ধোঁয়াশা, মিনি ডার্বি ঘিরে চাপের খেলায় সাদা-কালো ব্রিগেড

Last Updated:

Mohun Bagan vs Mohammedan SC: কল্যাণী স্টেডিয়ামে নির্দ্বিধায় গ্রুপ ম্যাচ খেলেছে ময়দানের বড় ক্লাবগুলি। প্রায়শই কলকাতা লিগের ম্যাচ হয়েছে কল্যাণীতে। হঠাৎ করে মিনি ডার্বির ভেন্যু নিয়ে প্রশ্ন মহমেডান স্পোর্টিংয়ের! তৈরি হল অনিশ্চয়তা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পারাদীপ ঘোষ, কলকাতা: কল্যাণী স্টেডিয়ামে নির্দ্বিধায় গ্রুপ ম্যাচ খেলেছে ময়দানের বড় ক্লাবগুলি। প্রায়শই কলকাতা লিগের ম্যাচ হয়েছে কল্যাণীতে। হঠাৎ করে মিনি ডার্বির ভেন্যু নিয়ে প্রশ্ন মহমেডান স্পোর্টিংয়ের! তৈরি হল অনিশ্চয়তা। মোহনবাগানের পর এবার কি তবে মহমেডান স্পোর্টিং? কলকাতা লিগে খেলার বিষয়ে আইএফএ-র ওপর চাপ তৈরির খেলায় এবার নেমে পরল সাদা কালো শিবির। কলকাতা লিগ শেষ করার ডেটলাইন ঘোষণা করে বসে আছে সবুজ মেরুন শিবির। মিনি ডার্বির দিন ঘোষণা হতেই আসরে এবার সাদা কালো।
মোহনবাগান-মহমেডান ম্যাচ ঘিরে ধোঁয়াশা
মোহনবাগান-মহমেডান ম্যাচ ঘিরে ধোঁয়াশা
advertisement

মোহনবাগান বনাম মহমেডান ম্যাচের দিন ধার্য করা হয়েছিল ১৪ সেপ্টেম্বর। ম্যাচটি কল্যাণী স্টেডিয়ামে করার বিষয়ে ঘোষণা করেছিল আইএফএ। মঙ্গলবার মহমেডান স্পোর্টিংয়ের পক্ষ থেকে সুতারকিন স্ট্রিটে চিঠি পাঠিয়ে জানিয়ে দেওয়া হল, কল্যাণী খেলতে যেতে ক্লাব রাজি নয়। প্রয়োজনে দল না নামানোর চিন্তাভাবনাও রয়েছে তাদের।তবে প্রসঙ্গক্রমে উল্লেখনীয় এইবার কলকাতা লিগে ব্যারাকপুর স্টেডিয়ামে খেলেছে মহমেডান , নৈহাটি স্টেডিয়ামে খেলেছে ইস্টবেঙ্গল। ব্যারাকপুর বা নৈহাটিতে গ্রুপ ম্যাচ খেলতে পারলে, কল্যাণীতে মিনি ডার্বি খেলতে আপত্তি টা কোথায়?

advertisement

না কি এর পেছনে রয়েছে ময়দানের সেই বিখ্যাত মাইন্ডগেম বা প্রেসার ট্যাকটিস! আইএফএ সচিব অনির্বাণ দত্ত অবশ্য এই বিষয়ে এখনও কোনও মন্তব্য করেননি। তবে আইএফএ সূত্রে খবর, কলকাতা লিগে গ্রুপ পর্যায়ে মোহনবাগান বনাম মহমেডান ম্যাচ কল্যাণীতে আয়োজনের যাবতীয় ব্যবস্থাপনা সারা হয়ে গেছে। এই অবস্থায় ম্যাচ অন্যত্র সরিয়ে নিয়ে যেতে হলে অসুবিধা ও আর্থিক সমস্যার সম্মুখীন হতে হবে রাজ্য ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থাকে।

advertisement

আরও পড়ুনঃ Rohit Sharma: ওডিআই ক্রিকেটে ১০ হাজার রান রোহিতের, সচিন-কোহলিদের এলিট ক্লাবে হিটম্যান

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

দেখার এখন বড় ক্লাবের চাপের মুখে কি অবস্থান নেয় আইএফএ! ১১ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে মহমেডান ইতিমধ্যেই সুপার সিক্সে খেলার যোগ্যতমান অর্জন করে নিয়েছে! দশ ম্যাচে মোহনবাগানের সংগ্রহ ২৩ পয়েন্ট! অর্থাৎ সুপার সিক্সে কোয়ালিফাই করতে মোহনবাগানকে এখনো বাকি ২ ম্যাচে ২ পয়েন্ট পেতে হবে। সেক্ষেত্রে মহমেডান স্পোর্টিং মিনি ডার্বি না খেললে বা ওয়াকওভার দিলে আখেরে লাভ হবে মোহনবাগানের। ১৪-র আগে তাই টানটান ক্লাইম্যাক্সের অপেক্ষায় ময়দান।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Mohun Bagan vs Mohammedan SC: মোহনবাগান-মহমেডান ম্যাচ ঘিরে ধোঁয়াশা, মিনি ডার্বি ঘিরে চাপের খেলায় সাদা-কালো ব্রিগেড
Open in App
হোম
খবর
ফটো
লোকাল