TRENDING:

Commonwealth Games 2022: মিক্সড ইভেন্টে দুরন্ত সিন্ধু ,লক্ষ্যরা, ফাইনালে উঠে পদক নিশ্চিত করল ভারত

Last Updated:

এরপর ২ বারের অলিম্পিক্স পদক জয়ী পিভি সিন্ধু ১৯ তম স্থানে থাকা জিয়া মিন ইও কে ২১ -১১, ২১-১২ তে হারিয়ে দেন৷ 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বার্মিংহ্যাম: লক্ষ্য সেন বর্তনাব ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন লো কীন য়ু কে হারিয়ে  এবং ভারত সিঙ্গাপুরকে ৩-০ হারিয়ে কমনওয়েলথ গেমসে মিক্সড ডাবলসের ফাইনালে পৌঁছে গেল৷ সাত্বিক সাইরাজ রঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি -র জুটি সেমিফাইনালের প্রথম ম্যাচে কেই টেরি হি এবং অ্যান্ড্রু জুন কিয়ানকে হারিয়ে ভারতকে এগিয়ে দিয়েছিল৷ খেলার ফল ২১-১১, ২১-১২৷
advertisement

এরপর ২ বারের অলিম্পিক্স পদক জয়ী পিভি সিন্ধু ১৯ তম স্থানে থাকা জিয়া মিন ইও কে ২১ -১১, ২১-১২ তে হারিয়ে দেন৷

আরও পড়ুন - Achinta Sheuli: বার্মিংহ্যামে উঠল তেরঙ্গা, ‘জন গণ মন’ গাইছিলেন সোনা জয়ী অচিন্ত্য, দেখুন

লো ওর কিনের মধ্যে তৃতীয় লড়াইতে সকলের নজর ছিল৷ বিশ্ব ক্রমতালিকার দশ নম্বরে থাকা লক্ষ্য সেন এবং ৯ নম্বরেথাকা কীনের হাড্ডাহাড্ডি লড়াই হবে মনে হচ্ছিল৷ সেন এই লড়াইেও প্রতিপক্ষকে বিশেষ কিছু করার সু়যোগ দেননি৷ খেলার ফল ২১-১৮, ২১-১৫৷ জয়ের পর লক্ষ্য সেন জানিয়েছেন , ‘‘এটা ভাল ম্যাচ ছিল, আমি জানতাম কীভাবে খেলব আর আমার রণনীতি কী হবে৷ আমি খুশি ভারত ফের একবার ফাইনালে পৌঁছে গেছে৷ ’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

এদিকে এদিনের জয়ের পর কমনওয়েলথ গেমসে ব্যাডমিন্টনে ভারতের পদক নিশ্চিত হল৷

বাংলা খবর/ খবর/খেলা/
Commonwealth Games 2022: মিক্সড ইভেন্টে দুরন্ত সিন্ধু ,লক্ষ্যরা, ফাইনালে উঠে পদক নিশ্চিত করল ভারত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল