ট্যুইটারে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন,”ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং ভারতের রেসলিং ফেডারেশনকে নির্বাসিত করেছে জেনে আমি হতবাক। গোটা দেশের জন্য এটা একটা চরম বিব্রতকর ব্যাপার। কেন্দ্রীয় সরকার লজ্জাজনকভাবে অহংকারী হয়ে আমাদের কুস্তিগীর বোনদের দুর্দশার কারণ হয়েছে। এবার নির্বাসিত হয়ে আমাদের কুস্তিগীরদের হতাশ করেছে। কেন্দ্র এবং বিজেপি আমাদের অদম্য বোনদেরকে অশ্লীলতা এবং পুরুষতান্ত্রিকতা দিয়ে হয়রানি করে চলেছে। ভারতের উচিত তাদের বিরুদ্ধে দাঁড়ানো এবং তাদের শাস্তি দেওয়া যাদের কোনও নৈতিকতা নেই। এছাড়া যারা জাতির লড়াকু মেয়েদের মর্যাদার জন্য দাঁড়াতে পারে না। হিসেব-নিকাশের দিন খুব বেশি দূরে নয়।”
advertisement
প্রসঙ্গত, কুস্তিগীরদের শারীরিক হেনস্থায় প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরন সিংহ নাম জড়ানোর পরই ভেঙে দেওয়া হয়েছিল ভারতীয় কুস্তি সংস্থাকে। গত ২৭ এপ্রিল ভারতীয় অলিন্পিক সংস্থা নির্বাচন সংগঠনের জন্য ও অন্তবর্তীকালীন দায়িত্ব সামলানোর জন্য অ্যাডহক কমিটি গড়ে দেওয়া হয়েছিল। ৪৫ দিন সময়সীমা বেধে দেওয়া হয়েছিল নির্বাতন সংগঠিত করে নতুন বোর্ড তৈরির জন্য।
আরও পড়ুনঃ Knowledge Story: পৃথিবীর সবথেকে বড় নদী কোনটি? গঙ্গা-যমুনা-ব্রহ্মপুত্র নয়, তাহলে বলনু তো কী
ভারতীয় কুস্তি সংস্থার এই ডামাডোল ও আভ্যন্তরীন বিবাদে চুপ করে থাকেনি বিশ্ব কুস্তি সংস্থাও। নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন না করতে পারলে ভারতীয় কুস্তি সংস্থাকে নির্বাসিত করার হুশিয়ারীও দিয়েছিল বিশ্ব কুস্তি সংস্থা। আইবি বেড়াজলে একাধিকবার নির্বাচনের দিন ঘোষণা করেও তা সম্ভব হয়নি। তাই শেষ পর্যন্ত বুধবার রাতে অ্যাড-হক প্যানেলকে নির্বাসনের বিষয়ে জানিয়ে দেওয়া হয়।