ভারতীয় অনুর্ধ্ব ১৯ বিশ্বজয়ী মহিলা দলকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যুইটারে তিনি লেখেন,"ভারতের অনূর্ধ্ব ১৯ মহিলা ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন। উদ্বোধনী অনূর্ধ্ব ১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপে কী দুর্দান্ত জয়! এটি কেবল শুরু, আমি নিশ্চিত যে ভারতের মেয়েরা সামনের দিনগুলিতে আরও সাফল্য অর্জন করবে।" একইসঙ্গে রিচ, তিতাস, ঋষিতারা ফিরে তাদের সংবর্ধনা দেবে রাজ্য সরকার। বাংলার তিন মেয়ে এবং কোচ রাজীব দত্তকে ৫ লক্ষ টাকা করে দেওয়ার কথাও ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
আরও পড়ুনঃ Sachin Tendulkar: বিশ্বকাপ জয়ী ভারতীয় মহিলা দলকে শুভেচ্ছা জানাবেন সচিন তেন্ডুলকর
প্রসঙ্গত, মেগা ফাইনালে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় ভারত অধিনায়ক শেফালি ভার্মা। ভারতীয় বোলিং অ্যাটাকের সামনে তাসের ঘরের নত ভেঙে পরে ইংল্যান্ডের ব্যাটিং লাইন। ১৭.১ ওভারে মাত্র ৬৮ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। ভারতের হয়ে ২টি করে উইকেট নেন তিতাস সাধু, অর্চনা দেবী, পর্শভী চোপড়া। এছাড়া একটি করে উইকেট নেন মান্নত কাশ্যপ, শেফালি ভার্মা, সোনম মুকেশ যাদব। রান তাড়া করতে নেমে ১৪ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায় ভারতীয় দল। সর্বোচ্চ ২৪ করে রান করেন সৌম্যা তিওয়ারি ও গঙ্গোরী তৃষা। ভরতীয় মহিলা ক্রিকেটে প্রথম বিশ্ব জয়েক পর শুভেচ্ছার জোয়ারে ভাসছেন শেফালি ভার্মার দল।