TRENDING:

‘ইমপসিবল’ গোলের খোঁজে রোনাল্ডো

Last Updated:

২০০৯ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ম্যান ইউ-য়ের জার্সিতে পোর্তোর বিরুদ্ধে রোনাল্ডোর গোল জিতে নিয়েছিল পুসকাস অ্যাওয়ার্ড। এবার নতুন স্বপ্নের খোঁজে রোনাল্ডো। পাঁচ বা ছয় নয়। পুরো এগারো জনকে টপকে গোলের স্বপ্ন দেখতে শুরু করেছেন সিআর সেভেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মাদ্রিদ:  ইংল্যান্ডের বিরুদ্ধে একের পর এক ডিফেন্ডারকে ড্রিবল করে মারাদোনার সেই গোল আজও বিশ্ব ফুটবলের হল অফ ফেমে। তবে সিআর সেভেনের স্বপ্নটা একটু অন্যরকম। চোখ ধাঁধানো ফ্রেমে দুরন্ত গোল অনেক করেছেন। কিন্তু অবসর নেওয়ার আগে একটা ‘ইমপসিবল গোল’ করে যেতে চান ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। রিয়াল তারকা স্বপ্ন দেখেন বল গোলে পাঠানোর আগে একে একে প্রতিপক্ষের এগারো ফুটবলারকে ড্রিবলে ছিটকে দিচ্ছেন তিনি। ২০০৯ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ম্যান ইউ-য়ের জার্সিতে পোর্তোর বিরুদ্ধে রোনাল্ডোর গোল জিতে নিয়েছিল পুসকাস অ্যাওয়ার্ড। এবার নতুন স্বপ্নের খোঁজে রোনাল্ডো। পাঁচ বা ছয় নয়। পুরো এগারো জনকে টপকে গোলের স্বপ্ন দেখতে শুরু করেছেন সিআর সেভেন।
advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন
বাংলা খবর/ খবর/খেলা/
‘ইমপসিবল’ গোলের খোঁজে রোনাল্ডো