আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালে দুর্দান্ত খেলেছেন ২৩ বছরের এই তরুণ। করেছেন হ্যাটট্রিক। কিন্তু বিশ্বকাপ শিরোপাটা যেন চাইছিল লিওনেল মেসির স্পর্শ। গোল্ডেন বুট পুরস্কারজয়ী এমবাপ্পেকে তাই মলিন মুখেই মাঠ ছাড়তে হয়েছে। শিরোপার ফয়সলা হওয়ার পরও শান্তি নেই ফরাসি তারকার।
আরও পড়ুন - পরম আনন্দে বিশ্বকাপ নিয়ে ঘুমোচ্ছেন মেসি! ছবি ভাইরাল হতেই আবেগে ভাসলেন সমর্থকরা
advertisement
একের পর এক খোঁচা হজম করতে হচ্ছে। বিশ্বকাপের আগে এক সাক্ষাৎকারে লাতিন ফুটবলের সমালোচনা করে বলেছিলেন, ইউরোপের ফুটবল যতটা এগিয়েছে, যুগের সঙ্গে তাল মিলিয়ে ততটা এগোতে পারেনি দক্ষিণ আমেরিকার ফুটবল। সে কারণেই শেষ বিশ্বকাপগুলোয় কেবল ইউরোপের দলগুলোই জিতেছে।
ব্রাজিলের ২০০২ বিশ্বকাপ জয়ের ২০ বছর পর লাতিন আমেরিকান দেশ হিসেবে বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। মাঝের সময়টায় রাজত্ব করেছে ইউরোপিয়ান দলগুলো। তাই এমবাপেকে খোঁচা দিতে ছাড়েননি চিলির মিডফিল্ডার আরতুরো ভিদাল। সোশ্যাল সাইটে তাকে উদ্দেশ্য করে লিখেছেন, লাতিনদের কাছ থেকে ফুটবলটা শেখ, যারা ফুটবলটা আবিষ্কার করেছে।
ভিদাল নিজে জুভেন্টাস, বায়ান মিউনিখ, ইন্টারমিলান এবং বার্সেলোনাতে খেলেছেন। বার্সায় মেসির সতীর্থ ছিলেন তিনি। তাই চিলির প্রাক্তন তারকা মেসির জন্য গর্বিত বোধ করছেন। চিলির জার্সিতে অনেকবার মাঠে মেসির সঙ্গে ঝগড়া হয়েছে তার। খারাপ ট্যাকল করতেও ছাড়েননি। কিন্তু আর্জেন্টিনার ট্রফি আসাটা সমগ্র লাতিন আমেরিকার সাফল্য মনে করেন চিলির সবচেয়ে অভিজ্ঞ ফুটবলার।