TRENDING:

Chess World Cup final 2023: তুখোড় প্রজ্ঞানন্দ, কার্লসেনের বিরুদ্ধে বিশ্ব চেস চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রথম গেম ড্র

Last Updated:

R Praggnanandhaa vs Magnus Carlsen: প্রথম গেম ড্র দিয়েই শেষ হয়েছে খেলা৷ দারুণ রুদ্ধশ্বাস লড়াইয়ের পর গেমটি অমীমাংসিতভাবেই শেষ হয়৷ এবার এই ম্যাচের দ্বিতীয় গেমটি খেলা হবে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আস্তানা: বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের দিকে তাকিয়ে গোটা ভারত৷ তরুণ তুর্কি গ্র্যান্ডমাস্টার প্রজ্ঞানন্দ চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন বিশ্বের এক নম্বর গ্র্যান্ডমাস্টার ম্যাগনাস কার্লসেনের বিরুদ্ধে৷ ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়নশিপের প্রথম গেম ড্র দিয়েই শেষ হয়েছে খেলা৷ দারুণ রুদ্ধশ্বাস লড়াইয়ের পর গেমটি অমীমাংসিতভাবেই শেষ হয়৷ এবার এই ম্যাচের দ্বিতীয় গেমটি খেলা হবে৷
আর প্রজ্ঞানন্দ বনাম ম্যাগনাস কার্লসেন দাবা বিশ্বকাপের ফাইনাল - Photo Courtesy- International Chess Federation/X Account
আর প্রজ্ঞানন্দ বনাম ম্যাগনাস কার্লসেন দাবা বিশ্বকাপের ফাইনাল - Photo Courtesy- International Chess Federation/X Account
advertisement

যদি দ্বিতীয় ম্যাচটিও অমীমাংসিত থাকে তাহলে টাইব্রেকার হিসেবে তৃতীয় ম্যাচ খেলা হবে৷ এই নিয়ে ২০তম বার কার্লসেনের মুখোমুখি হয়েছেন প্রজ্ঞানন্দ৷ মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতায় পুরনো পরিসংখ্যানের ভিত্তিতে হালকা অ্যাডভানটেজে রয়েছেন কার্লসেন৷ ১৮ বছরের প্রজ্ঞানন্দ সর্বকনিষ্ঠ ভারতীয় গ্র্যান্ডমাস্টার হিসেবে বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলছেন৷

প্রজ্ঞানন্দের আগে শেষ ভারতীয় ফাইনালিস্ট ছিলেন বিশ্বনাথন আনন্দ৷ যিনি ২০০০ এবং ২০০২ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন৷

আরও পড়ুন –  শুধু যাদবপুরের ৬৮ নম্বর রুমই কি কুখ্যাত, কলকাতা বিশ্ববিদ্যালয়ের বৈঠকখানা রোডের ৩৪ নম্বর রুমেও চলে র‍্যাগিং

advertisement

ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রজ্ঞানন্দ দারুণ শুরু করেছিলেন, যাতে কার্লসেন চাপে পড়ে গিয়েছিলেন৷ এমনকি নিজের একটি দানের জন্য ২৮ মিনিট সময় নেন বিশ্বের এক নম্বর৷ কিন্তু পরে দারুণভাবে ফিরে আসেন কার্লসেন এবং চাপে পড়ে যান প্রজ্ঞানন্দ এবং ভারতীয় গ্র্যান্ডমাস্টার ড্র-তে রাজি হয়ে যান৷

৩৫ তম চালের পর দুই গ্র্যান্ডমাস্টার ম্যাচ ড্র করার সিদ্ধান্তে রাজি হয়ে যান৷ বুধবারই তাঁরা দ্বিতীয় গেম খেলবেন৷

advertisement

ছোট বয়স থেকেই একের পর এক দাবা প্রতিযোগিতায় সাফল্য অর্জন করে নিজের জাত চিনিয়েছিলেন আর প্রজ্ঞানন্দ। এবার দাবা বিশ্বকাপের ফাইনালে উঠে নয়া ইতিহাস লিখলেন ভারতীয় গ্র্যান্ডমাস্টার। সেমি ফাইনালে প্রজ্ঞানন্দের প্রতিপক্ষ ছিলেন আমেরিকার গ্র্যান্ড মাস্টার ফ্যাবিয়ানো কারুয়ানা। বিশ্বের দুই নম্বর দাবারুকে রুদ্ধশ্বাস ফাইনালে হারিয়ে বিশ্বনাথন আনন্দের পর এই দ্বিতীয় ভারতের কোনও খেলোয়াড় হিসেবে দাবা বিশ্বকাপের ফাইনালে পৌছলেন প্রজ্ঞানন্দ।

advertisement

দাবা বিশ্বকাপের সেমি ফাইনালে লড়াইটা যে কোনওভাবেই সহজ হবে তা আগে থেকেই জানতেন প্রজ্ঞানন্দ। নিজেকে সেইভাবে তৈরিও করেছিলেন। রবিবার সেমিফাইনালে কারুয়ানার মুখোমুখি হয়েছিলেন প্রজ্ঞানন্দ। প্রথম দু’টি ক্লাসিক্যাল সিরিজ় ড্র হয় ১-১ পয়েন্টে। ফলে ম্যাচ গড়ায় সোমবার টাইব্রেকারে। মরণ-বাঁচন লড়াইয়ে প্রতিপক্ষকে এক ইঞ্চিও জমি ছাড়েননি ভারতীয় গ্র্যান্ড মাস্টার। সেখানে আমেরিকার প্রতিদ্বন্দ্বিকে ৩.৫-২.৫ হারিয়ে ইতিহাস তৈরি করে ফাইনালের টিকিট পাকা করেন প্রজ্ঞানন্দ।

এর আগে একাধিকবার কার্লসেনকে হারানোর অভিজ্ঞতা রয়েছে ভারতীয় গ্র্যান্ডমাস্টারের। তবে এত বড় মঞ্চে এই প্রথমবার। তবে বিশ্বসেরা হওয়ার লড়াইয়ে নামার জন্য আত্মবিশ্বাসী প্রজ্ঞা। দাবায় নতুন বিশ্ব চ্যাম্পিয়ন দেখার অপেক্ষায় গোটা ভারত।

বাংলা খবর/ খবর/খেলা/
Chess World Cup final 2023: তুখোড় প্রজ্ঞানন্দ, কার্লসেনের বিরুদ্ধে বিশ্ব চেস চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রথম গেম ড্র
Open in App
হোম
খবর
ফটো
লোকাল