TRENDING:

R Praggnanandhaa: ভাইয়ের সাফল্যে উচ্ছ্বসিত প্রজ্ঞানন্দের বোন, পাশে থাকার জন্য দেশবাসীকে জানান ধন্যবাদ

Last Updated:

R Praggnanandhaa: অনেক লড়াই করেও হল না স্বপ্নপূরণ। দাবা বিশ্বকাপের ফাইনালে টাই ব্রেকারে ম্যাগনাস কার্লসেনের কাছে হার ভারতীয় গ্র্যান্ডমাস্টার আর প্রজ্ঞানন্দের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দাবা বিশ্বকাপের ফাইনালে টাইব্রেকারে ম্যাগনাস কার্লসেনের কাছে হারের মুখ দেখতে হয়েছে রমেশবাবু প্রজ্ঞানন্দকে। রানার্স হওয়ায় সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসাবে ক্যান্ডিডেটসের ফাইনালের যোগ্যতা অর্জন করেছেন প্রজ্ঞা। রানার্স হলেও মাত্র ১৮ বছর বয়সে যে খ্যাতি অর্জন করলেন প্রজ্ঞানন্দ তাতে গর্বিত গোটা দেশ। কুর্নিশ জানাচ্ছেন প্রজ্ঞানন্দকে। শুভেচ্ছার জোয়ারে ভাসছেন ভারতীয় গ্র্যন্ডমাস্টার।
advertisement

আর প্রজ্ঞানন্দের সাফল্যে গর্বিত তাঁর পরিবারও। ফাইনালে ভাই জয়ের মুকুট না পরতে পারলেও খুশি আর প্রজ্ঞানন্দের দিদি বৈশালী। পুরো দেশ যেভাবে ভাইয়ের পাশে দাঁড়িয়েছে তাতেও খুশি তিনি। সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে বৈশালী জানিয়েছেন, “পুরো দেশ তাঁর (প্রজ্ঞানন্দ) জন্য প্রার্থনা করছে। কিছু বার্তা পড়ে আমি হতবাক হয়ে যাচ্ছিলাম। আমি নিশ্চিত যে এটি তার ক্যারিয়ারের শুরু মাত্র এবং তিনি আগামিতে দেশের জন্য অনেক গৌরব নিয়ে আসবে।”

advertisement

আরও পড়ুনঃ R Praggnanandhaa: ইতিহাস লেখা হল না প্রজ্ঞানন্দের! ভাগ্যের কাছে চেক মেট ১৮ বছরের দাবাড়ু

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

প্রসঙ্গত, মঙ্গলবার থেকে শুরু হয়েছিল দাবা বিশ্বকাপের ফাইনাল। প্রথম ২ দিনে কার্লসেন ও প্রজ্ঞানন্দের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। তবে শেষ পর্যন্ত দু’টি ক্লাসিক্যাল রাউন্ড ড্র হয়। যার ফলে বৃহস্পতিবার ম্যাচ গড়ায় টাইব্রেকারে। আর সেখানেই শেষ রক্ষা করতে পারলেন না প্রজ্ঞা। প্রথম র‌্যাপিড রাউন্ডে একটি চাল দিতে সাড়ে ৬ মিনিট সময় নেন প্রজ্ঞা। ২৫ মিনিটের ফাইনালের টাইব্রেকারে এটাই তফাৎ গড়ে দেয়। শেষ পর্যন্ত ২.৫-১.৫ পয়েন্টে জিতে আরও একবার বিশ্বসেরা ম্যাগনাস কার্লসেন।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
R Praggnanandhaa: ভাইয়ের সাফল্যে উচ্ছ্বসিত প্রজ্ঞানন্দের বোন, পাশে থাকার জন্য দেশবাসীকে জানান ধন্যবাদ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল