মঙ্গলবার থেকে শুরু হয়েছিল দাবা বিশ্বকাপের ফাইনাল। প্রথম ২ দিনে কার্লসেন ও প্রজ্ঞানন্দের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। তবে শেষ পর্যন্ত দু’টি ক্লাসিক্যাল রাউন্ড ড্র হয়। যার ফলে বৃহস্পতিবার ম্যাচ গড়ায় টাইব্রেকারে। আর সেখানেই শেষ রক্ষা করতে পারলেন না প্রজ্ঞা। প্রথম র্যাপিড রাউন্ডে একটি চাল দিতে সাড়ে ৬ মিনিট সময় নেন প্রজ্ঞা। ২৫ মিনিটের ফাইনালের টাইব্রেকারে এটাই তফাৎ গড়ে দেয়। শেষ পর্যন্ত ২.৫-১.৫ পয়েন্টে জিতে আরও একবার বিশ্বসেরা ম্যাগনাস কার্লসেন। তবে দাবা বিশ্বকাপে রানার্স হওয়ায় সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসাবে ক্যান্ডিডেটসের ফাইনালের যোগ্যতা অর্জন করেছেন তিনি।
advertisement
আরও পড়ুনঃ Asia Cup 2023 Female TV Presenters: এশিয়া কাপে সুন্দরীদের মেলা! এবার মাঠের বাইরেও থাকবে আলাদা আকর্ষণ
প্রসঙ্গত, চলতি দাবা বিশ্বকাপেই নিজের ১৮ বছর পূর্ণ করেন আর প্রজ্ঞানন্দ। এই বয়সে দাবা বিশ্বকাপের রানার্সআপ হয়াও কম গর্বের নয়। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নের বিরুদ্ধে লড়াইটা দিলেন প্রজ্ঞানন্দ তা সত্যিই কুর্নিশযোগ্য। সেমি ফাইনাল থেকে ফাইনালে পৌছানোর পরই প্রজ্ঞাকে শুভেচ্ছা জানিয়েছিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর, দাবায় ভারতের প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ। ফাইনালে রানার্সআপ হলেও প্রজ্ঞার সাফল্যে গর্বিত দেশ।