মঙ্গলবার চেন্নাইয়ে ফিরে আইপিএল ট্রফিকে সামনে রেখে তিরুপতি মন্দিরে বিশেষ পূজাপাঠের ব্যবস্থা করে সিএসকে কর্তৃপক্ষ। থিয়াগরায় নগরের তিরুমালা তিরুপতি দেবস্থানম মন্দিরে এই বিশেষ পূজার ব্যবস্থা করে চেন্নাই সুপার কিংস। পুরোহিতদের হাতে আইপিএলের ট্রফিটি তুলে দেওয়া হয়।
দেবতার সামনে ট্রফি রেখে তাতে মালা দিয়ে চলে পূজা। চলে মন্ত্র পাঠ। এই নিয়ে পাঁচবার ইন্ডিয়ান প্রিমিয়র লিগের ট্রফি হাতে তোলে সিএসকে। তারা সব থেকে বেশিবার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার নিরিখে মুম্বই ইন্ডিয়ান্সের রেকর্ড ছুঁয়ে ফেলে। চেন্নাই প্রথমবার ইন্ডিয়ান প্রিমিয়র লিগের খেতাব জেতে ২০১০ সালে। ২০১১ সালে তারা দ্বিতীয়বার ট্রফি হাতে তোলে।
পরে ২০১৮ সালে তৃতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন হয় সিএসকে। ২০২১ সালে চতুর্থবার ধোনিদের হাতে ওঠে ট্রফি। এবার ২০২৩-এর মঞ্চে পঞ্চমবার আইপিএলে বিজয় পতাকা ওড়ায় সুপার কিংস। আইপিএল ট্রফি নিয়ে মন্দিরে পুজো দেওয়ার ছবিটি ইতিমধ্যেই গোটা দেশে ভাইরাল হয়ে গিয়েছে।