TRENDING:

চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুধু বিরাটের উপর নির্ভরশীল নয় ভারত : কপিল

Last Updated:

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলের ভাল খেলা নিয়ে যথেষ্ট আশাবাদী কপিল ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: চলতি আইপিএলে খুবই খারাপ অবস্থা ভারত এবং আরসিবি অধিনায়ক বিরাট কোহলির ৷ গোটা টুর্নামেন্টেই চূড়ান্ত ব্যর্থ তিনি ৷ আইপিএল-এর ঠিক পড়েই ইংল্যান্ডে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি ৷  সেখানে কোহলি কেমন খেলতে পারবেন, তা নিয়ে সবাই চিন্তায় থাকলেও এই নিয়ে বিশেষ ভাবছেন না কপিল দেব নিখাঞ্জ ৷ দিল্লির মাদাম তুসোঁ ওয়াক্স মিউজিয়ামে বৃহস্পতিবার নিজের মোমের মূর্তির উন্মোচনে এসে কপিল বলেন, ‘‘ আপনারা কি ধরমশালায় ভারত-অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচ দেখেছিলেন? সবাই বলেছিল, বিরাট ভাল খেলতে না পারলে ভারত হেরে যাবে। কিন্তু কী হয়েছে সেটা আমরা সবাই জানি। ভারতের সাফল্য শুধু কোহলির উপর নির্ভর করে, এটা বলে দলের অন্যদের খাটো করা ঠিক নয়। কোহলি ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য। ও বড় খেলোয়াড়। কখন, কীভাবে খেলতে হবে সেটা ও জানে।’’
advertisement

কপিল এদিন আরও বলেন, ‘‘ ভারতীয় দল গত পাঁচ বছর ধরেই ভাল খেলছে। আমাদের অবশ্যই জেতার সম্ভাবনা রয়েছে। তবে নির্দিষ্ট দিনে ক্রিকেটাররা নিজেদের কতটা মেলে ধরতে পারবেন এবং বিপক্ষের উপর চাপ সৃষ্টি করতে পারবেন, তার উপরেই ম্যাচের ফল নির্ভর করবে।’’

advertisement

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলের ভাল খেলা নিয়ে যথেষ্ট আশাবাদী কপিল ৷

বাংলা খবর/ খবর/খেলা/
চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুধু বিরাটের উপর নির্ভরশীল নয় ভারত : কপিল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল