আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ (ICC Champions Trophy 2025) পাকিস্তানে অনুষ্ঠিত হবে। ১৯ ফেব্রুয়ারি থেকে এই টুর্নামেন্ট শুরু হবে৷ তবে সব দেশ পাকিস্তানে খেললেও ভারত নিজেদের ম্যাচগুলি দুবাইতে খেলবে৷ পাকিস্তান প্রাথমিকভাবে চেয়েছিল ভারতের ম্যাচগুলি লাহোরে অনুষ্ঠিত হোক চেয়েছিল। ভারত সরকার বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI) কে পাকিস্তানে গিয়ে খেলার অনুমতি দেয়নি৷ এরপর আইসিসি-র সঙ্গে আলাপচারিতার পর ঠিক হয় ভারত খেলবে দুবাইতে৷
advertisement
সন্ত্রাসবাদী বুরহান ওয়ানির মৃত্যুবার্ষিকী উপলক্ষে করাচি এবং ইসলামাবাদে বড় আকারের সন্ত্রাসবাদী সমাবেশের ভিডিও সামনে আসায় ভারত সরকার দলের নিরাপত্তা নিয়ে সংশয়ে ছিল৷ ভারতীয় ক্রিকেট দলের পাকিস্তানে নিরাপত্তা ছিল ভারতকে পাকিস্তানে খেলতে না দেওয়ার কারণ৷ কারণ পাকিস্তানে খেলোয়াড়দের নিরাপত্তা।
প্রথমে ভাবা হয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফি প্রতি ২ বছর অন্তর খেলা হবে৷ কিন্তু সেভাবে এটাকে খেলা করা যায়নি৷ দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড এই দুই দলই বিশ্বকাপ না জিতলেও সেটা মিনি বিশ্বকাপ জিতে নিয়েছে৷ ২০০২ থেকে এই ট্রফির নাম চ্যাম্পিয়ন্স ট্রফি রাখা হয়৷ ২০০৮ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি দক্ষিণ আফ্রিকায় আয়োজিত হয়৷ আসলে এটি পাকিস্তানেই হওয়ার কথা ছিল, কিন্তু সে সময় শ্রীলঙ্কার ওপর হামলা হওয়ায় পিছিয়ে দেওয়া হয় এই টুর্নামেন্ট, ২০০৯ সালে আয়োজিত হয় ফের এই টুর্নামেন্ট এবং ভ্যেনু হয় দক্ষিণ আফ্রিকা৷ এরপর থেকেই ২ বছরের পরিবর্তে প্রতি ৪ বছর অন্তর চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করা হয়৷
২০১৩ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হয়৷ ২০১৩ সালের পর চ্যাম্পিয়ন্স ট্রফি বন্ধ করার সিদ্ধান্ত নেয় আইসিসি, একদিনের ক্রিকেট, টি টোয়েন্টি, টেস্ট চ্যাম্পিয়নশিপ হওয়ার ফলে আর এই ইভেন্টের জন্য ক্রিকেট ক্যালেন্ডারে সময় বার করা যাচ্ছিল না৷ তবে ২০১৭ সালে ডাব্লু টি সি আয়োজন না করতে পারার কারণ ফের একবার চ্যাম্পিয়ন্স ট্রফি ফিরে আসে৷ ২০২১ সালে ফের এই টুর্নামেন্ট হওয়ার কথা ছিল, কিন্তু করোনার জন্য সেটা না হওয়ায় ফের ৮ বছর বাদে হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি৷