দ্বিপাক্ষিক না হলেও, ত্রিদেশীয় সিরিজ হতে পারে আলোচনা চলছিল। বিশ্ব ক্রিকেটের দুই চির প্রতিদ্বন্দ্বী দেশ ভারত ও পাকিস্তান। দুই দলের খেলায় থাকে বাড়তি উত্তেজনা। কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে দুই দেশের ক্রিকেট দলের দ্বিপাক্ষিক সিরিজও বন্ধ প্রায় আট বছর ধরে। যা এখনই হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে ভারত বা পাকিস্তানের বদলে নিরপেক্ষ ভেন্যুতে এ দুই দলের দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করা যায় কি না, সে ব্যাপারে আলোচনা শোনা যায় প্রায়ই।
advertisement
এবার সেই আলোচনার পালে হাওয়া দিলেন দুবাই ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান আব্দুর রহমান ফালাকনাজ। সফলভাবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের বাকি অংশ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের পুরো আসর আয়োজন করার পর, এবার ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজের স্বাগতিক হতে চান দুবাই ক্রিকেটের চেয়ারম্যান আব্দুর রহমান। পাশাপাশি আইপিএলে আরও বেশি ম্যাচ আয়োজন করতে চান তিনি।
আরব আমিরশাহির স্থানীয় সংবাদমাধ্যমকে আব্দুর রহমান বলেছেন, এখানে ভারত-পাকিস্তান ম্যাচ পেলে দারুণ হবে। অনেক আগে যখন শারজায় ভারত-পাকিস্তান ম্যাচ হত, মনে হত যেন যুদ্ধ চলছে। তবে এটা ভাল যুদ্ধ, স্পোর্টিং একটি যুদ্ধ। যা অসাধারণ ছিল। তিনি আরও যোগ করেন, আমার মনে আছে, একবার রাজ কাপুর (ভারতের অভিনেতা) তার পরিবার নিয়ে এখানে এসে বলেছিলেন, শারজায় ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া কী দুর্দান্ত। ক্রিকেট মানুষকে কাছে আনে। ক্রিকেটই আমাদের এক করেছে এবং এভাবেই থাকতে দিন। তো আমরা এটিই করতে চাই।
এসময় অন্তত দু বছরে একবার ভারত-পাকিস্তান সিরিজ আয়োজনের ইচ্ছাপ্রকাশ করে তিনি বলেন, আমরাও এটি করতে চাই। আমরা যদি ভারতকে বছরে বা দুই বছরে একবার এখানে এসে পাকিস্তানের বিপক্ষে খেলতে রাজি করতে পারি, তা দারুণ হবে। সবশেষ ২০১২-১৩ মরশুমে দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে ভারত ও পাকিস্তান। সেবার ভারতের মাটিতে হয়েছিল তিনটি করে ওয়ানডে ও টুর্নামেন্ট।
এরপর থেকে দুই দলের দেখা হয় শুধুমাত্র আইসিসি ইভেন্টে। সৌরভ গঙ্গোপাধ্যায় অবশ্য আগেই জানিয়ে দিয়েছিলেন দুই দেশের সিরিজ চালু হবে কিনা সেটা নির্ভর করছে ভারত এবং পাকিস্তানের সরকারের ওপর। সেই সবুজ সঙ্কেত না পেলে পিসিবি বা বিসিসিআই এগোতে পারবে না।