মঙ্গলবার কলকাতা লিগে ম্যাচ ছিল এরিয়ান ও কাস্টমসের। ব্যারাকপুর স্টেডিয়ামে সেই ম্যাচে এরিয়ান ২-১ গোলে হারলেও সৈকত সরকারের গোল নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। ম্যাচের ৭৫ মিনিটে ফ্রি কিক পায় এরিয়ান। বক্সে অনেকটা দূর থেকে ফ্রি কিক মারেন রাকেশ কর্মকার। সেই বল বক্সে ফেলেন তিনি। আর ডাইরেক্ট বলে বক্সের একেবারে শুরু থেকে সাইড ভলিতে বিশ্বমানের গোল করেন সৈকত সরকার।
advertisement
এই গোলর ভিডিও ফিফায় পাঠিয়েছে আইএফএ। ফিফার দেওয়া পুসকাস অ্যাওয়ার্ডের জন্য। ২০০৯ সাল থেকে হাঙ্গেরির কিংবদন্তী ফেরেঙ্গো পুসকাসের নামে এই অ্যাওয়ার্ড দিতে শুরু করে ফিফা। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, নেইমার সহ বিশ্ব ফুটবলের অনেক তারকারা এই অ্যাওয়ার্ড পেয়েছে। এশিয়ার ২ জন পেয়েছে এই অ্যাওয়ার্ড। মালয়েশিয়ায় মহম্মদ ফৈয়জ সুবারি ও দক্ষিণ কোরিয়ার সন হিউং মিন।
ভারতীয়দের মধ্যে এই অ্যাওয়ার্ডের মনোনয়নও আজ পর্যন্ত কেউ পায়নি। এবার সৈকতের এই গোল মনোনীত হলে নতুন ইতিহাস তৈরি হবে। একটা গোল রাতারাতি তারকা বানিয়ে দিয়েছে সৈকত সরকারকে। তবে অ্যাওয়ার্ড নিয়ে না ভেবে আগামি দিনে আরও ভাল ফুটবল খেলাই লক্ষ্য কল্যাণীর ছেলের।