এই সিদ্ধান্ত বোর্ডের এপেক্স কাউন্সিল অনুমোদন করেছে। ২২ ডিসেম্বর অনুষ্ঠিত বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে ঘরোয়া মহিলা ক্রিকেটাররা এখন আগের তুলনায় প্রায় আড়াই গুণ বেশি আয় করবেন। এই পরিবর্তনের ফলে মহিলা খেলোয়াড়দের জন্য ক্রিকেটকে পেশা হিসেবে গ্রহণ করা আরও সহজ হবে।
নতুন নিয়ম অনুযায়ী, ঘরোয়া টুর্নামেন্টে খেলা সিনিয়র মহিলা ক্রিকেটাররা এখন প্রতিদিন ৫০,০০০ টাকা করে পাবেন, যেখানে আগে তারা পেতেন ২০,০০০ টাকা (রিজার্ভ খেলোয়াড়দের জন্য ছিল ১০,০০০ টাকা)। সিনিয়র মহিলা ওয়ানডে ও মাল্টি-ডে টুর্নামেন্টে ফার্স্ট ইলেভেনের খেলোয়াড়রা দৈনিক ৫০,০০০ টাকা পাবেন, আর রিজার্ভ খেলোয়াড়রা পাবেন ২৫,০০০ টাকা। জাতীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টে ফার্স্ট ইলেভেনের খেলোয়াড়রা পাবেন ২৫,০০০ টাকা এবং রিজার্ভ খেলোয়াড়রা পাবেন ১২,৫০০ টাকা।
advertisement
কোনও মহিলা ক্রিকেটার যদি পুরো মরসুমে সব ফরম্যাটে খেলেন, তাহলে তিনি ১২ থেকে ১৪ লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারবেন।অনূর্ধ্ব-২৩ এবং অনূর্ধ্ব-১৯ বিভাগের খেলোয়াড়রা এখন প্রতিদিন ২৫,০০০ টাকা পাবেন এবং রিজার্ভ খেলোয়াড়রা পাবেন ১২,৫০০ টাকা।
আম্পায়ার ও ম্যাচ রেফারিরাও নতুন হারে ফি পাবেন। লিগ ম্যাচে আম্পায়ার ও রেফারিরা প্রতিদিন ৪০,০০০ টাকা করে পাবেন। নকআউট ম্যাচে এই ফি ৫০,০০০ থেকে ৬০,০০০ টাকার মধ্যে হবে, যা ম্যাচের গুরুত্ব ও প্রয়োজনের ওপর নির্ভর করবে।
আরও পড়ুন- টাকা দিয়ে টিকিট কেটে মেসিকে দেখতে পাননি! এবার তাঁদের জন্য ভাল খবর
এছাড়া এখন রনজি ট্রফির লিগ ম্যাচে আম্পায়াররা প্রায় ১.৬০ লক্ষ টাকা এবং নকআউট ম্যাচে ২.৫ থেকে ৩ লক্ষ টাকা পর্যন্ত পারিশ্রমিক পাবেন। এর আগে মহিলা ক্রিকেটারদের ম্যাচ ফি-তে শেষবার বৃদ্ধি করা হয়েছিল ২০২১ সালে। তখন সিনিয়র খেলোয়াড়দের ফি ১২,৫০০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা করা হয়েছিল।
