ক্রিকেটের পাশাপাশি মাঠে একাধিকবার ভাইরাল হয়েছে বিরাট কোহলির ডান্স। মাঠের বাইরেও একাধিক পার্টিতে কোহলির ডান্স স্টেপ মন জিতে নিয়েছে ফ্যানেদের। কোনও ব্র্যান্ড এন্ডোর্সমেন্টের সময় কোহলির অভিনয় দক্ষতাও প্রশংসিত হয়েছে বহুবার। কোহলি বড় পর্দায় আসলে তাঁর ফ্যানের অভাব থাকবে না সে কথা বলার অপেক্ষা রাখে না। তবে কি সত্যিই বিরাট কোহলির কি সিনেমায় আসা উচিত? এই বিষয়ে এক পডকাস্টে জবাব দিয়েছেন কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবরা।
advertisement
মুকেশ ছাবরা মনে করেন,”বিরাট খুব ভাল মানুষ। মজার মানুষ। অভিনয় দক্ষতাও ভাল। নাচের দক্ষতাও যথেষ্ট। এছাড়া একজন বাবা ও স্বামী হিসেবেও সকলের সম্মান আদায় করে নিয়েছেন। দেশকে গর্বিত করার জন্যও তিনি অনেক কিছু করেছেন। সাফল্যকে কীভাবে মানিয়ে চলতে হয় তা দেখিয়ে দিয়েছেন কোহলি। তবে তিনি যেখানে রয়েছে তার সেখানেই থাকা উচিত। সিনেমায় না আসাই ভাল।”
প্রসঙ্গত, এর আগে একাধিক ভারতীয় ক্রিকেটারকে অভিনয় দুনিয়ায় পা রাখতে দেখা গিয়েছে। সেই তালিকায় রয়েছে অজয় জাদেজা, সলিল আঙ্কোলা সহ আরও একাধিক নাম। এবার ক্রিকেটকে বিদায় জানানোর পর নিজের কেরিয়ারের দ্বিতীয় ইনিংসে কোহলি কী বেছে নেন সেটাই দেখার।