advertisement
রবিবার প্রেমদাসা স্টেডিয়ামে শ্রীলংকার বিরুদ্ধে সিরিজের প্রথম একদিনের ম্যাচ খেলতে নেমেছে ভারতীয় দল। আর এই সিরিজে যেন আকর্ষণের মূল কেন্দ্র হয়ে দাঁড়িয়েছেন রাহুল দ্রাবিড়। দ্রাবিড়ের এই দলে কমবয়সী ক্রিকেটার ভর্তি। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারতের তরুণ ক্রিকেটাররা তাই এই মঞ্চে নিজেদের প্রমাণ করার মরিয়া চেষ্টা করবেন। তবে সবকিছু ছাপিয়ে এখন সব থেকে বেশি চর্চা হচ্ছে যেন দ্রাবিড়কে নিয়েই। আর এদিন ক্যামেরাম্যান তাতে গা ভাসিয়ে দিলেন। জাতীয় সংগীত চলছিল ম্যাচ শুরু হওয়ার আগে। তখনই দ্রাবিড় উৎকল বঙ্গ... লাইন বাজতেই ক্যামেরা ধরল রাহুল দ্রাবিড়কে। এমন মুহূর্ত ভারতীয় সমর্থকদের দৃষ্টি এড়াল না। সোশ্যাল মিডিয়ায় তা নিয়ে ব্যাপক আলোচনাও চলল। এরই মধ্যে মহিলাদের জাতীয় দলের প্রাক্তন কোচ ডব্লিউভি রমন আবার রাহুল দ্রাবিড়কে ভারতীয় সিনিয়র দলের প্রধান কোচ করার দাবি তুলেছেন। তা নিয়ে এখন ভারতীয় ক্রিকেট সার্কিট সরগরম।