TRENDING:

‘নিজে দল কিনে চালান...’ গাভাসকরকে একবার দু’কথা শুনিয়ে দিয়েছিলেন শাহরুখ, কেন জানেন?

Last Updated:

When Shah Rukh Khan Hit Back At Sunil Gavaskar: কেকেআর-এ তখন ব্যাপক ডামাডোল চলছে। ২০০৯ সাল। দলের পারফরম্যান্স তলানিতে ঠেকেছে। টিম তখন পয়েন্ট তালিকার একদম শেষে। এরপরই সামনে আসে একাধিক অধিনায়ক তত্ত্ব।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: কেকেআর-এ তখন ব্যাপক ডামাডোল চলছে। ২০০৯ সাল। দলের পারফরম্যান্স তলানিতে ঠেকেছে। টিম তখন পয়েন্ট তালিকার একদম শেষে। এরপরই সামনে আসে একাধিক অধিনায়ক তত্ত্ব। অস্ট্রেলিয়ার জন বুকানন তখন কেকেআরের কোচ। এ তত্ত্ব তাঁরই মস্তিষ্কপ্রসূত।
‘নিজে দল কিনে চালান...’ গাভাসকরকে একবার দু’কথা শুনিয়ে দিয়েছিলেন শাহরুখ (File Photo)
‘নিজে দল কিনে চালান...’ গাভাসকরকে একবার দু’কথা শুনিয়ে দিয়েছিলেন শাহরুখ (File Photo)
advertisement

জনের একাধিক অধিনায়ক তত্ত্ব নিয়ে ঘরে-বাইরে সমালোচনা শুরু হয়। ক্রিকেটাররা ক্ষোভে ফেটে পড়েন। দলে চূড়ান্ত অস্থিরতা। মাঠের পারফরম্যান্সে ভাটা পড়ায় সমর্থকরাও সমালোচনায় মুখর হন। তখন শুধু একটাই আলোচনা—একাধিক অধিনায়ক তত্ত্ব কি কেকেআরকে আরও ডুবিয়ে দেবে? সেই সময় নিজের কলামে জন বুকাননের তীব্র সমালোচনা করেন কিংবদন্তি সুনীল গাভাসকর। সেই সমালোচনার ধার এতটাই ছিল, ক্ষেপে যান খোদ শাহরুখও।

advertisement

আরও পড়ুন– চাহালের বিচ্ছেদের মাঝে হার্দিক পান্ডিয়ার স্বীকারোক্তি, নাতাশার সঙ্গে সম্পর্ক নিয়ে রহস্যময় মন্তব্য ! ‘যা আমি পছন্দ করি…’

দ্য টেলিগ্রাফ-এ গাভাসকর লেখেন, কেকেআর মালিকরা ‘দুর্ভাগা’। অস্ট্রেলিয়ান কোচ যে তাঁদের বোকা বানিয়েছে, সেটা বুঝতেও পারছে না। ব্যস, আর যায় কোথায়। আগুনে যেন ঘি পড়ে। পাল্টা ফুঁসে ওঠেন শাহরুখ খানও। দু’কথা শুনিয়ে দেন গাভাসকরকে।

advertisement

কিংবদন্তি ব্যাটার লিখেছিলেন, “একাধিক অধিনায়ক তত্ত্ব নিয়ে মন্তব্য করা মানে এটাকে গুরুত্ব দেওয়া, যা এ পাওয়ার যোগ্য নয়। তবে যেটা নিয়ে মন্তব্য করতে হবে, সেটা হল, কীভাবে তিনি কুইন্সল্যান্ডের বন্ধুদের কেকেআরে চাকরি পাইয়ে দিয়েছেন। আর মালিকরা, হায় রে দুর্ভাগা, বুঝতেই পারছে না, তাঁদের সঙ্গে প্রতারণা হচ্ছে।“

আরও পড়ুন– অবশেষে ভেঙেই গেল যুজবেন্দ্র চাহাল আর ধনশ্রীর জুটি, চোখমুখ ঢেকে আদালতে পা রাখতেই ধনশ্রীকে তুলোধনা ! ট্রোলের ঢেউ আছড়ে পড়ল সোশ্যাল মিডিয়াতেও

advertisement

কয়েকদিন পরই গাভাসকরের মন্তব্যের জবাব দেন শাহরুখ। খানিকটা রসিকতার ছলেই বলেন, গাভাসকরের যদি আপত্তি থাকে, তাহলে নিজেই একটা দল কিনে চালান। তাঁর কথায়, ‘‘আরে, অনেক টাকা খরচ করেছি। এর সঙ্গে আমার আবেগ জড়িয়ে রয়েছে। আপনার যদি সমস্যা থাকে, তাহলে নিজেই একটা দল কিনুন। সেই দলকে নিজের মতো চালাবেন।’’

কিংবদন্তির সঙ্গে এমন ব্যবহার? শাহরুখের এই মন্তব্যের নিন্দা করেন অনেকেই। পরে দুঃখপ্রকাশও করেন বলিউডের বাদশা। পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, ওই মন্তব্যের পরই ক্ষমা চেয়ে গাভাসকরকে চিঠি লেখেন তিনি। প্রাক্তন ভারতীয় অধিনায়ক তখন আমেরিকায় ছিলেন।

advertisement

আরও পড়ুন– দুধ বিক্রেতা থেকে ‘মিল্ক কিং’! প্রতিদিন বিক্রি করেন ৩৬ লক্ষ লিটার দুধ, দেশের বড় ব্র্যান্ডগুলিকে দেন কড়া টক্কর

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

শাহরুখের কথায়, “গাভাসকর যদি আমাকে মাথায় ভর দিয়ে হাঁটতে বলেন, তাই করব। যেভাবে দল চালাতে বলবেন, সেভাবেই চালাব। ক্রিকেট নিয়ে গাভাসকরের মতো মানুষ কিছু বললে সেটা মানা উচিত। আমি তাঁর বিরুদ্ধে কিছু বলিনি। শুধু নতুন কিছু করার স্বাধীনতা চেয়েছিলাম। আমার কথায় তিনি কষ্ট পেয়ে থাকলে আমি দুঃখপ্রকাশ করে তাঁকে চিঠি পাঠিয়েছি। তখন তিনি আমেরিকায় ছিলেন।’’

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
‘নিজে দল কিনে চালান...’ গাভাসকরকে একবার দু’কথা শুনিয়ে দিয়েছিলেন শাহরুখ, কেন জানেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল