বুধবার সকালে হুগলির রিষড়ায় শতদ্রু দত্তের বাড়িতে এলেন সাম্বা ঝড়ের অন্যতম নায়ক বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার রোনাল্ডিনহো।
সকাল সাড়ে এগারোটা নাগাদ রোনাল্ডিনহো পৌঁছন শতদ্রু দত্তের বাড়িতে। সকাল থেকেই আঁটোসাঁটো নিরাপত্তার ঘেরাটোপে রাখা হয়েছিল রিষড়া মোড়পুকুর সংলগ্ন এলাকায়।
আরও পড়ুন- পঞ্চমীতে ভারত-বাংলাদেশ মহালড়াই, কোন পাঁচজনের উপর থাকবে ক্যামেরার ফোকাস!
প্রিয় ফুটবলারকে সকাল থেকেই দেখার জন্য ভিড় জমে ছিল বহু মানুষের। নিজের প্রিয় ফুটবলারকে একবার চোখের দেখা দেখার জন্য, তাঁর অটোগ্রাফ নেওয়ার জন্য ফ্যানদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।
advertisement
এইরকমই এক সৌভাগ্যবান ফ্যান সব্যসাচী মুখার্জী। ব্যাঙ্গালোর থেকে তিনি এসেছিলেন পুজোয় বাড়িতে। রোনাল্ডিনহো আসছে শুনে সকাল থেকেই তিনি অপেক্ষায় ছিলেন একবার প্রিয় ফুটবলারকে দেখার জন্য।
আরও পড়ুন- Rohit Sharma: বাংলাদেশের বিরুদ্ধে বড় চমক দেবেন রোহিত শর্মা! তৈরি নতুন প্ল্যান
ব্রাজিলের জার্সি পরে তিনি এসেছিলেন শতদ্রু দত্তের বাড়ির সামনে। সেখানেই রোনাল্ডিনহো তাঁর জার্সিতে অটোগ্রাফ দেন ।
রাহী হালদার