সাম্মানিক প্রদর্শন হিসেবে ফুটবলরার এবং অধিনায়ক থিয়াগো সিলভা , নেইমার পেলের একটি জায়ান্ট পোস্টার তুলে ধরেন৷ সেখানে ফটোগ্রাফ দেখা যায়৷ সেই হলুদ জার্সি পরা ফাইনাল হুইসিল বাজানোর পর দেখানো হয়৷
advertisement
শুধু মাঠে উপস্থিত খেলোয়াড়রাই নয়, দর্শকরাও ভ্যেনুতে ব্যানার নিয়ে এসেছিলেন। সকলেই পেলের দ্রুত আরোগ্য লাভের আশায় প্রার্থনা করছেন। সেখানে তরুণ পেলের ছবি তুলে ধরা হয়। জাতীয় দলের হয়ে ট্রফি জয়ের মুহূর্তকে মনে করানো হয়েছে।
আরও পড়ুন - Stadium 974: কাজ শেষ, তাই ছুটি! ব্রাজিল বনাম দক্ষিণ কোরিয়া ম্যাচের পরেই খুলে ফেলা হবে স্টেডিয়াম
এদিকে এর আগে পেলে জানিয়েছিলেন যে তিনি তাঁর রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য তৈরি৷ তিনি সকলকে পজিটিভ থেকে দ্রুত আরোগ্য কামনা করতে আহ্বান জানিয়েছিলেন৷ এদিকে ব্রাজিল বনাম দক্ষিণ কোরিয়া ম্যাচের আগেই পেলে জানিয়েছিলেন হাসপাতালের বিছানা থেকে তিনি প্রিয় দলের ম্যাচ দেখবেন৷
কোয়ার্টার ফাইনালে ব্রাজিল মুখোমুখি হবে ক্রোয়েশিয়ার৷ নেইমার সুস্থ হওয়ায় ব্রাজিল শিবিরে বাড়তি উন্মাদনা তুঙ্গে৷