TRENDING:

Neymar on Messi: নেইমারের ছেলে হলে নাম রাখবেন মেসি! আর্জেন্টিনা অধিনায়কের ফ্যান ব্রাজিল তারকা

Last Updated:

ব্রাজিল সুপারস্টার এক শব্দে বলে দেন, ‘মেসি!’ তার মানে, নেইমার তার ছেলের নাম রাখবেন প্রিয় বন্ধুর নামে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রিও: ২০১৩ সালে নেইমার বার্সেলোনা যাওয়ার পর থেকেই মূলত মেসির সঙ্গে তার বন্ধুত্বের শুরু। এরপর একাধিকবার ক্লাব বদল হলেও বন্ধুত্বে ভাটা পড়েনি। মেসি-নেইমারের বন্ধুত্বে তার প্রভাব পড়েনি। দিনদিন গভীর হয়েছে সেই সম্পর্ক। এমনকি মেসির বার্সেলোনা ছেড়ে পিএসজি যাওয়ার ক্ষেত্রেও বড় ভূমিকা ছিল নেইমারের। তাদের বন্ধুত্ব কতটা গভীর তা বোঝা গেল নেইমারের এক মন্তব্যে।
নেইমারের ছেলে হবেন মেসি
নেইমারের ছেলে হবেন মেসি
advertisement

মেয়ে সন্তান হওয়ায় কোনো সমস্যা নেই নেইমারের। কদিনের মধ্যেই নেইমারের বান্ধবী ব্রুনা কন্যার মা হতে চলেছেন। তবে ভবিষ্যতে যদি ছেলেসন্তানের বাবা হন তাহলে তার নাম এখনই ঠিক করে ফেলেছেন ব্রাজিল সুপারস্টার!সংবাদমাধ্যম কেইজটিভির পক্ষ থেকে নেইমারকে প্রশ্ন করা হয়েছিল যে ভবিষ্যতে ছেলেসন্তানের জনক হলে তার নাম কী রাখবেন?

ব্রাজিল সুপারস্টার এক শব্দে বলে দেন, ‘মেসি!’ তার মানে, নেইমার তার ছেলের নাম রাখবেন প্রিয় বন্ধুর নামে। এর মাধ্যমেই বোঝা যায়, কী অসাধারণ বন্ধুত্ব দুজনের মাঝে। এবার বিশ্বকাপে মেসির আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়ার পর খুশি হয়েছিলেন নেইমার। এমনি ব্রাজিল-আর্জেন্টিনা শত্রু দেশ। শত্রু না বলে চিরপ্রতিদ্বন্দ্বী বলাটাই ভাল। তবুও মেসিকে নিজের বড় ভাইয়ের মতো দেখেন ব্রাজিল সুপারস্টার।

advertisement

মেসিও শ্রদ্ধা করেন নেইমারকে। দুজনের পারস্পরিক সম্পর্ক জোরদার এবং বিশ্বাসের। তাই আর্জেন্টিনার মহা তারকার নামে নিজের ভবিষ্যৎ সন্তানের নাম রাখবেন নেইমার তাতে আশ্চর্যের কিছু নেই। নেইমার মেনে নিয়েছেন লিওনেল মেসি সর্বকালের সেরা অন্তত তার চোখে এবং তার সঙ্গে খেলা ফুটবলারদের মধ্যে। তবে লিজেন্ড পেলে সবার ওপরে থাকবে নেইমারের কাছে।

বাংলা খবর/ খবর/খেলা/
Neymar on Messi: নেইমারের ছেলে হলে নাম রাখবেন মেসি! আর্জেন্টিনা অধিনায়কের ফ্যান ব্রাজিল তারকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল