বিশ্বকাপের পরপরই ফিফা র্যাংকিং প্রকাশ করে। সেখানে আশ্চর্যজনকভাবে বিশ্বকাপ জিতেও শীর্ষে উঠতে পারেনি আর্জেন্টিনা। বিশ্বকাপের পরেও শীর্ষস্থান অক্ষুণ্ন রেখেছে ব্রাজিল। ফেব্রুয়ারি মাসে বেলজিয়ামকে টপকে ফিফা র্যাংকিংয়ের শীর্ষস্থান দখল করে ব্রাজিল। এরপর থেকে টানা ১০ মাস শীর্ষস্থান ধরে রেখেছে তারা।
advertisement
যদিও বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে হেরে বিদায় নিয়েছিল ব্রাজিল। বিশ্বকাপে ব্রাজিল ৩টি ম্যাচ জিতেছে। ক্যামেরুনের সঙ্গে একটি হার এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে ড্র করে তারা। আর্জেন্টিনা শীর্ষস্থানে আসতে পারত যদি তারা বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারাতে পারত নির্ধারিত সময়ের ভেতর কিন্তু মেসিরা সেটি করতে ব্যর্থ হয়।
আর্জেন্টিনা এবং ফ্রান্স দুই দলই যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে অবস্থান করছে। অন্যদিকে বেলজিয়াম দুই ধাপ পিছিয়ে ৪ নম্বর স্থানে অবস্থান করছে। ইংল্যান্ড ও নেদারল্যান্ডস রয়েছে যথাক্রমে পাঁচ ও ছয়ে। শীর্ষ দশে সবচেয়ে বড় লাফটি দিয়েছে ক্রোয়েশিয়া। তারা ১০ম স্থান থেকে ৭ম স্থানে উঠে এসেছে।
সদ্য প্রকাশিত ফিফার তালিকায় শীর্ষস্থান দখল করতে না পারলেও অবশ্য তা নিয়ে চিন্তিত নন আর্জেন্টিনার মানুষ। তাদের কাছে আসল ছিল বিশ্বকাপ জয়। সেটা সফল হয়েছে। পাশের দেশ চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল পাঁচটা বিশ্বকাপের মালিক। সেখানে এতদিন দুটো বিশ্বকাপ ছিল আর্জেন্টিনার। কাতারের মাটিতে চ্যাম্পিয়ন হয়ে ব্যবধানটা কমিয়েছে মেসির দেশ। তালিকায় কত নম্বরে আছে দল তাতে কিছু আসে যায় না ফুটবল পাগল মানুষের এই দেশটায়। তারা এখন ডুবে আছেন বিশ্বসেরা হওয়ার আনন্দে। এ সাদের ভাগ হবে না।
