সোমবার বিকেলে মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে যান রোনাল্ডিনহো। কিংবদন্তী ফুটবলারকে স্বাগত জানাতে শারীরিক অসুস্থতার মধ্যেও বাড়ির বাইরে এসে অপেক্ষা করছিলেন মুখ্যমন্ত্রী। রোনাল্ডিনহো পৌছতেই তাঁকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানান মমতা বন্দ্যোপাধ্যায়। ব্রাজিল তারকাও মুখ্যমন্ত্রীকে উপহার দেন জার্সি। মুখ্যমন্ত্রীর বাড়িতে মিনিট দশেক ছিলেন রোনাল্ডিনহো। দুজনের মধ্যে বশ কিছু বিষয়ে সৌজন্যমূলক আলোচনা হয়।
advertisement
প্রসঙ্গত, সোমবার সকালে হোটেলে মিট অ্যান্ড গ্রিট সেশনের পর পৌঁছে গেলেন রাজারহাটে R10 অ্যাকাডেমিতে। সেখানে তাঁর নামে তৈরি ফুটবল অ্যাকাডেমির উদ্বোধন করেন ব্রাজিল তারকা। ফুটবালরদের সঙ্গে সময়ও কাটান। একগাল হাসি নিয়ে পর্তুগিজ ভাষায় বললেন, ‘তোমাদের অনেক ধন্যবাদ।’ এছাড়া মন্ত্রী সুজিত বসুর পুজো শ্রীভূমিতে যাবেন রোনাল্ডিনহো। বিশ্বজয়ী তারকা গিেয়ছিলেন ইস্টবেঙ্গল ও মোবনবাগান ক্লাবেও। দুই বড় ক্লাবের তরফ থেকেই রোনাল্ডিনহোকে ১০ নম্বর লেখা জার্সি উপহার দেওয়া হয়।