TRENDING:

মডেলের সঙ্গে অশ্লীল চ্যাট ফাঁস! বাবা হওয়ার একমাসের মধ্যেই ব্রুনার সঙ্গে বিচ্ছেদ নেইমারের

Last Updated:

Neymar Breakup with Bruna Biancardi: ব্যক্তিগত জীবনেও জোর ধাক্কা খেলেন নেইমার। বান্ধবী ব্রুনা বিয়ানকার্ডির সঙ্গে সম্পর্ক ভাঙল তাঁর। যদিও এক্ষেত্রে দায়ী নেইমার। এমনটাই অভিযোগ ব্রুনা বিয়ানকার্ডির।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: সময়টা একবারেই ভাল যাচ্ছে ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জুনিয়রের। প্রথমে চোটের কারণে গত অক্টোবর থেকে মাঠের বাইরে নেইমার। কবে মাঠে ফিরবেন তা নিয়ে কোনও নিশ্চয়তা নেই। এবার ব্যক্তিগত জীবনেও জোর ধাক্কা খেলেন নেইমার। বান্ধবী ব্রুনা বিয়ানকার্ডির সঙ্গে সম্পর্ক ভাঙল তাঁর। যদিও এক্ষেত্রে দায়ী নেইমার। এমনটাই অভিযোগ ব্রুনা বিয়ানকার্ডির।
ব্রুনার সঙ্গে বিচ্ছেদ নেইমারের
ব্রুনার সঙ্গে বিচ্ছেদ নেইমারের
advertisement

নেইমার এবং ব্রুনা বিয়ানকার্ডি দীর্ঘদিন ধরে সম্পর্কে ছিলেন। মাসখানেক আগে তাদের একটি কন্যা সন্তানও হয়েছে। কিন্তু নেইমার ও ব্রুনার হঠাৎ বিচ্ছেদের খবরে হতবাক সকলেই। বিয়ানকার্ডির অভিযোগ, নেইমার তাঁর সঙ্গে প্রতারণা করেছেন। ব্রাজিলের প্রাপ্ত বয়স্কদের সাইটের মডেল এলেনা ফারিয়াস সঙ্গে একটি চ্যাট ফাঁস হয়েছে। যেখানে অশ্লীল এবং আপত্তিকর প্রস্তাব দিয়েছিলেন নেইমার। এছাড়াও একাধিকবার নাইট ক্লাবে অন্যান্য মহিলাদের সঙ্গে দেখা গিয়েছে ব্রাজিল তারকাকে।

advertisement

এই বিষয়টি নিয়েই নেইমার ও ব্রুনার সম্পর্ক তলানিতে গিয়ে পৌছায় বলেই খবর। অবশেষে ব্রেকআপের সিদ্ধান্ত নেন ব্রুনা। তিনি জানিয়েছেন,”বিষয়টি অত্যন্ত ব্যক্তিগত। আমি তোমাকে পরিষ্কার ভাবে জানাচ্ছি, আর কোনও সম্পর্কের মধ্যে আমি নেই। আমরা মাভির বাবা-মা। এটাই আমাদের সম্পর্কের কারণ। আশা করি তুমি আমাকে আর বিব্রত করবে না।”

আরও পড়ুনঃ Kolkata Knight Riders: আইপিএল নিলামে এই ৫ ভয়ঙ্কর ক্রিকেটারকে টার্গেট করছে কেকেআর! দেখে নিন তালিকা

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

প্রসঙ্গত, ব্রুনা বিয়ানকার্ডি একজন মডেল। ইনস্টাগ্রামে তাঁর ৯০ লক্ষের বেশি ফলোয়ার রয়েছে। ২০২১ সাল থেকে নেইমার ও ব্রুনা ডেটিং শুরু করেন। চলতি বছরের ৭ অক্টোবর ব্রুনা কন্যা সন্তানের জন্ম দেন। সম্পর্ক ভাঙার কারণে নেইমারকে এখন মেয়ে মাভিসের থেকে দূরে থাকতে হতে পারে।

বাংলা খবর/ খবর/খেলা/
মডেলের সঙ্গে অশ্লীল চ্যাট ফাঁস! বাবা হওয়ার একমাসের মধ্যেই ব্রুনার সঙ্গে বিচ্ছেদ নেইমারের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল