দিলমা রুসেফ নাকি মিচেল টেমার। কে করবেন রিও অলিম্পিকের উদ্বোধন ? বিশ্বের সেরা ক্রীড়া আসরের আগে এভাবেই রাজনৈতিক দোলাচালে দুলছে ব্রাজিল। বিষফোঁড়ার মতো উঁকি দিচ্ছে সন্ত্রাসের ভ্রুকুটি।
শুক্রবার নিসে জঙ্গি হামলার পরেই ফরাসি সরকার সতর্ক করেছে রিও’কে। জানিয়ে দিয়েছে, ৫ থেকে ২৩ অগাস্টের মধ্যে একাধিক হামলার ছক কষেছে জঙ্গিরা। বিশেষ করে টার্গেট করা হয়েছে ফরাসি এবং মার্কিন অ্যাথলিটদের। এই পরিস্থিতিতে বিদেশমন্ত্রকের জরুরি বৈঠকের পর বিশ্বকে আশ্বাস দিচ্ছে রিও। দাবি করা হয়েছে, প্রতিটি অলিম্পিক ভিলেজে নিরাপত্তা আগাম দ্বিগুণ করা হয়েছে। ভিলেজ থেকে স্টেডিয়াম-- এই পথে প্রতিটি অ্যাথলিটের নিরাপত্তার দায়িত্ব রিও’র।
advertisement
জলে-স্থলে তো বটেই, এমনকী আকাশসীমাতেও নিরাপত্তা ওই সময় বাড়ানো হবে। ব্রাজিল প্রতিরক্ষা মন্ত্রকের মতে, প্রতিটি স্টেডিয়ামের মাথায় চক্কর কাটবে যু্দ্ধবিমান। সবমিলিয়ে অলিম্পিক ও তার মধ্যে জঙ্গি হামলার আশঙ্কা, এই দুই সম্ভাবনায় এখন কার্যত যুদ্ধ পরিস্থিতি ‘পিকচার পারফেক্ট’ ব্রাজিলেও।