কোভাসিচরা দৃষ্টিনন্দন ফুটবল না খেলেও কখন কি করে দেবেন কেউ জানে না। কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়ার সামনে শেষ আটে ব্রাজিল। নেইমারদের বিরুদ্ধে নামার আগেই ঘুম উড়েছে তাদের কোচের।
দক্ষিণ কোরিয়াকে বিধ্বস্ত করে কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। শেষ আটে ব্রাজিলের প্রতিপক্ষ গতবারের রানার্স-আপ ক্রোয়েশিয়া। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে নেইমার-ভিনিসিয়ুসদের পারফরম্যান্স দেখে দুশ্চিন্তায় পড়ে গেছেন ক্রোয়েশিয়ার কোচ জ্লাতকো দালিচ।
advertisement
আরও পড়ুন - রোনাল্ডোকে নিয়ে ইগো সমস্যা নেই পর্তুগাল দলে! মহাতারকার মান ভাঙাতে এবার নরম পর্তুগিজ কোচ!
সেলেসাওদের সম্পর্কে ক্রোয়েশিয়ার কোচ বলেন, ব্রাজিলের জনসংখ্যা ২০০ মিলিয়নের (২০ কোটি) বেশি। আর আমাদের মাত্র চার মিলিয়ন (৪০ লাখ)। ফলে আমরা অনেকটা ব্রাজিলের একটি উপশহরের মতো। দালিচের মতে টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দল ব্রাজিল, এ পর্যন্ত আমরা যত ম্যাচ খেলেছি, তার চেয়ে এবারের ম্যাচটি একেবারেই ভিন্ন হবে।
কারণ ব্রাজিল ফুটবল খেলতে ভালোবাসে। আমরা যদি বাস্তবতার কথা চিন্তা করি, তাহলে ব্রাজিল এই টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দল। তাদের হাতে দারুণ সব অপশন রয়েছে। দুর্দান্ত একটা স্কোয়াড আছে ওদের, যা ভীতিকর। ফলে আমাদের জন্য এটা কঠিন পরীক্ষা হতে যাচ্ছে। দালিচ আরো বলেন, ম্যাচটি আমাদের কাছে কোয়ার্টার ফাইনাল নয়, এটিকে ফাইনাল ম্যাচ বলা যায়।
আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব, আমরা খেলার আগেই হার মানব না। আমরা আমাদের নিজেদের মতো করে ব্রাজিলকে রুখে দেওয়ার চেষ্টা করব। ব্রাজিলের কোচ তিতে অবশ্য মনে করেন ক্রোয়েশিয়াকে নিয়ে যথেষ্ট হোমওয়ার্ক করতে হবে তাদের। স্কিল এবং গতিতে পিছিয়ে থাকলেও ক্রোয়েশিয়া কিন্তু মানসিকভাবে চিরকাল লড়াকু দল।
একবার যদি ম্যাচটা টাইব্রেকারে নিয়ে যেতে পারে তারা তাহলে ব্রাজিলের ভাগ্যে দুঃখ থাকতে পারে। ইউরোপের বিভিন্ন নামী ক্লাবে খেলে ক্রোয়েশিয়ার ছেলেরা। তাদের ছোট করে দেখার জায়গা নেই। তবে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ব্রাজিলের যে ছন্দময় ফুটবল দেখা গিয়েছে, সেটা তুলে ধরতে পারলে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে জয় খুব কঠিন হবে না বলছেন ফুটবল বিশেষজ্ঞরা। নেইমারকে অবশ্য বুদ্ধি করে খেলাতে চান তিতে। পাশাপাশি ভিনি এবং রাফিনহা দুটো প্রান্ত ধরে যে আক্রমণ চালাচ্ছেন সেটাও ব্রাজিলের সম্পদ।