TRENDING:

`ভয় ধরানোর মতো দল এই ব্রাজিল'! মাঠে নামার আগেই ভয়ে কাঁপছেন ক্রোয়েশিয়ার কোচ

Last Updated:

Brazil is a scary team to face admits Croatia coach Zlatko Dalic before quarter final of Qatar World Cup. ভয় ধরানোর মতো দল ব্রাজিল! মাঠে নামার আগেই কাঁপছেন ক্রোয়েশিয়ার কোচ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দোহা: চার বছর আগে রাশিয়ার মাটিতে বিশ্বকাপ ফাইনাল খেলেছিল দলটা। ১৯৯৮ সালে হয়েছিল তৃতীয়। দুরন্ত ছন্দময় ফুটবল না খেললেও ক্রোয়েশিয়া কখনই হেলাফেলা করার মত দল নয়। লুকা মদ্রিচ, পেরিসিক, ব্রজভিচ, লভরেন,
নেইমারদের নিয়ে প্রবল চিন্তায় ক্রোয়েশিয়া
নেইমারদের নিয়ে প্রবল চিন্তায় ক্রোয়েশিয়া
advertisement

কোভাসিচরা দৃষ্টিনন্দন ফুটবল না খেলেও কখন কি করে দেবেন কেউ জানে না। কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়ার সামনে শেষ আটে ব্রাজিল। নেইমারদের বিরুদ্ধে নামার আগেই ঘুম উড়েছে তাদের কোচের।

দক্ষিণ কোরিয়াকে বিধ্বস্ত করে কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। শেষ আটে ব্রাজিলের প্রতিপক্ষ গতবারের রানার্স-আপ ক্রোয়েশিয়া। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে নেইমার-ভিনিসিয়ুসদের পারফরম্যান্স দেখে দুশ্চিন্তায় পড়ে গেছেন ক্রোয়েশিয়ার কোচ জ্লাতকো দালিচ।

advertisement

আরও পড়ুন - রোনাল্ডোকে নিয়ে ইগো সমস্যা নেই পর্তুগাল দলে! মহাতারকার মান ভাঙাতে এবার নরম পর্তুগিজ কোচ!

সেলেসাওদের সম্পর্কে ক্রোয়েশিয়ার কোচ বলেন, ব্রাজিলের জনসংখ্যা ২০০ মিলিয়নের (২০ কোটি) বেশি। আর আমাদের মাত্র চার মিলিয়ন (৪০ লাখ)। ফলে আমরা অনেকটা ব্রাজিলের একটি উপশহরের মতো। দালিচের মতে টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দল ব্রাজিল, এ পর্যন্ত আমরা যত ম্যাচ খেলেছি, তার চেয়ে এবারের ম্যাচটি একেবারেই ভিন্ন হবে।

advertisement

কারণ ব্রাজিল ফুটবল খেলতে ভালোবাসে। আমরা যদি বাস্তবতার কথা চিন্তা করি, তাহলে ব্রাজিল এই টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দল। তাদের হাতে দারুণ সব অপশন রয়েছে। দুর্দান্ত একটা স্কোয়াড আছে ওদের, যা ভীতিকর। ফলে আমাদের জন্য এটা কঠিন পরীক্ষা হতে যাচ্ছে। দালিচ আরো বলেন, ম্যাচটি আমাদের কাছে কোয়ার্টার ফাইনাল নয়, এটিকে ফাইনাল ম্যাচ বলা যায়।

advertisement

আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব, আমরা খেলার আগেই হার মানব না। আমরা আমাদের নিজেদের মতো করে ব্রাজিলকে রুখে দেওয়ার চেষ্টা করব। ব্রাজিলের কোচ তিতে অবশ্য মনে করেন ক্রোয়েশিয়াকে নিয়ে যথেষ্ট হোমওয়ার্ক করতে হবে তাদের। স্কিল এবং গতিতে পিছিয়ে থাকলেও ক্রোয়েশিয়া কিন্তু মানসিকভাবে চিরকাল লড়াকু দল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

একবার যদি ম্যাচটা টাইব্রেকারে নিয়ে যেতে পারে তারা তাহলে ব্রাজিলের ভাগ্যে দুঃখ থাকতে পারে। ইউরোপের বিভিন্ন নামী ক্লাবে খেলে ক্রোয়েশিয়ার ছেলেরা। তাদের ছোট করে দেখার জায়গা নেই। তবে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ব্রাজিলের যে ছন্দময় ফুটবল দেখা গিয়েছে, সেটা তুলে ধরতে পারলে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে জয় খুব কঠিন হবে না বলছেন ফুটবল বিশেষজ্ঞরা। নেইমারকে অবশ্য বুদ্ধি করে খেলাতে চান তিতে। পাশাপাশি ভিনি এবং রাফিনহা দুটো প্রান্ত ধরে যে আক্রমণ চালাচ্ছেন সেটাও ব্রাজিলের সম্পদ।

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
`ভয় ধরানোর মতো দল এই ব্রাজিল'! মাঠে নামার আগেই ভয়ে কাঁপছেন ক্রোয়েশিয়ার কোচ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল