TRENDING:

মারাকানায় বদলার ম্যাচে দেশকে সোনা এনে দিতে সফল নেইমাররা

Last Updated:

ব্রাজিল- ১, জার্মানি- ১ পেনাল্টি শ্যুটআউটে ৫-৪ গোলে জয়ী ব্রাজিল

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ব্রাজিল- ১
advertisement

জার্মানি- ১

পেনাল্টি শ্যুটআউটে ৫-৪ গোলে জয়ী ব্রাজিল

#রিও দি জেনেইরো : নিজের দেশে বিশ্বকাপ সেমিফাইনালে মুখ পুড়েছিল নেইমারদের ৷ ১-৭ গোলে হার হয়তো কোনওদিনই ব্রাজিলের ফুটবলপ্রেমীরা হজম করতে পারবেন না ৷ করাটা সম্ভবও নয় ৷ কিন্তু সেই হারের ক্ষতে কিছুটা প্রলেপ হয়তো শনিবার লাগাতে সফল সেলেকাওরা ৷ নির্ধারিত সময় পর্যন্ত খেলার ফল ১-১ থাকার পর শেষপর্যন্ত পেনাল্টি শ্যুটআউটে ৫-৪ গোলে জার্মানির বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল ব্রাজিল ৷

advertisement

অনেকেই এই ম্যাচকে বদলার ম্যাচ হিসেবে দেখছিলেন ৷ ব্রাজিল ফুটবলাররা অবশ্য এই ফাইনালকে ঈশ্বরের দেওয়া দ্বিতীয় সুযোগ হিসেবে দেখছিলেন ৷ ফুটবল ঈশ্বর যে তাঁর অন্যতম প্রিয় সন্তানদের দেশকে দ্বিতীয়বার বঞ্চিত করতে চাননি, তার প্রমাণ পেল শনিবার রাতের মারাকানা।স্বয়ং ঈশ্বরই যেন রক্ষা করছিলেন সেলেকাওদের গোলপোস্ট। ফাইনালে সমর্থকদের হতাশ করেননি নেইমারও ৷ বিশ্বকাপ ফাইনাল মারাকানায় খেলা হয়নি ৷ কিন্তু এদিন দ্বিতীয় সুযোগকে নষ্ট করেনি সেলেকাওরা ৷ যেন শাপমুক্ত হল ব্রাজিল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বিশ্বকাপ সেমিফাইনাল আর অলিম্পিকের কৌলিন্য এক নয়। ধারে ভারে অনেকটাই এগিয়ে বিশ্বকাপ। অলিম্পিকে তো বলা হচ্ছে যেন অনূর্ধ্ব-২৩ দল এসেছে জার্মানদের ৷ কিন্তু তা সত্ত্বেও জার্মান ফুটবল দল বরাবরই ভয়ানক ৷ অলিম্পিকে এবার যথেষ্ট ভাল খেলেওছে তারা ৷ অলিম্পিকের নিয়ম অনুযায়ী দলে অনূর্ধ্ব-২৩ অন্তত ৮ ফুটবলার থাকতে হবে ৷ তাই দু’দলই যেন তাদের ‘বি’ টিম নামিয়েছিল এদিন ৷ কিন্তু যতোই দ্বিতীয় দলের লড়াই হোক ৷ ফাইনাল জয়ের তৃপ্তি যেকোনও দলের কাছেই অনেক ৷ আর সেটা যদি ঘরের মাঠের দর্শকদের সামনে হয়, তাহলে তো কথাই নেই ৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
মারাকানায় বদলার ম্যাচে দেশকে সোনা এনে দিতে সফল নেইমাররা