TRENDING:

মারাকানায় বদলার ম্যাচে দেশকে সোনা এনে দিতে সফল নেইমাররা

Last Updated:

ব্রাজিল- ১, জার্মানি- ১ পেনাল্টি শ্যুটআউটে ৫-৪ গোলে জয়ী ব্রাজিল

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ব্রাজিল- ১
advertisement

জার্মানি- ১

পেনাল্টি শ্যুটআউটে ৫-৪ গোলে জয়ী ব্রাজিল

#রিও দি জেনেইরো : নিজের দেশে বিশ্বকাপ সেমিফাইনালে মুখ পুড়েছিল নেইমারদের ৷ ১-৭ গোলে হার হয়তো কোনওদিনই ব্রাজিলের ফুটবলপ্রেমীরা হজম করতে পারবেন না ৷ করাটা সম্ভবও নয় ৷ কিন্তু সেই হারের ক্ষতে কিছুটা প্রলেপ হয়তো শনিবার লাগাতে সফল সেলেকাওরা ৷ নির্ধারিত সময় পর্যন্ত খেলার ফল ১-১ থাকার পর শেষপর্যন্ত পেনাল্টি শ্যুটআউটে ৫-৪ গোলে জার্মানির বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল ব্রাজিল ৷

advertisement

অনেকেই এই ম্যাচকে বদলার ম্যাচ হিসেবে দেখছিলেন ৷ ব্রাজিল ফুটবলাররা অবশ্য এই ফাইনালকে ঈশ্বরের দেওয়া দ্বিতীয় সুযোগ হিসেবে দেখছিলেন ৷ ফুটবল ঈশ্বর যে তাঁর অন্যতম প্রিয় সন্তানদের দেশকে দ্বিতীয়বার বঞ্চিত করতে চাননি, তার প্রমাণ পেল শনিবার রাতের মারাকানা।স্বয়ং ঈশ্বরই যেন রক্ষা করছিলেন সেলেকাওদের গোলপোস্ট। ফাইনালে সমর্থকদের হতাশ করেননি নেইমারও ৷ বিশ্বকাপ ফাইনাল মারাকানায় খেলা হয়নি ৷ কিন্তু এদিন দ্বিতীয় সুযোগকে নষ্ট করেনি সেলেকাওরা ৷ যেন শাপমুক্ত হল ব্রাজিল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
২ বছর ধরে নিখোঁজ ছেলে! সোশ্যাল মিডিয়ার 'জাদু'তে খুঁজে পেল পরিবার
আরও দেখুন

বিশ্বকাপ সেমিফাইনাল আর অলিম্পিকের কৌলিন্য এক নয়। ধারে ভারে অনেকটাই এগিয়ে বিশ্বকাপ। অলিম্পিকে তো বলা হচ্ছে যেন অনূর্ধ্ব-২৩ দল এসেছে জার্মানদের ৷ কিন্তু তা সত্ত্বেও জার্মান ফুটবল দল বরাবরই ভয়ানক ৷ অলিম্পিকে এবার যথেষ্ট ভাল খেলেওছে তারা ৷ অলিম্পিকের নিয়ম অনুযায়ী দলে অনূর্ধ্ব-২৩ অন্তত ৮ ফুটবলার থাকতে হবে ৷ তাই দু’দলই যেন তাদের ‘বি’ টিম নামিয়েছিল এদিন ৷ কিন্তু যতোই দ্বিতীয় দলের লড়াই হোক ৷ ফাইনাল জয়ের তৃপ্তি যেকোনও দলের কাছেই অনেক ৷ আর সেটা যদি ঘরের মাঠের দর্শকদের সামনে হয়, তাহলে তো কথাই নেই ৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
মারাকানায় বদলার ম্যাচে দেশকে সোনা এনে দিতে সফল নেইমাররা