পরপর দুবার অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে বর্ডার গাভাসকর জিতেছে ভারত। ফলে এবার ভারতের মাটিতে ব্যাগি গ্রিনদের কাছে প্রেস্টিজ ফাইট। ভারত সফরের জন্য ঘোষিত দলে মোট ৪ জন প্রধান স্পিনার নেওয়া হয়েছে। স্পিন অ্যাটাকে দলকে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ ন্যাথান লায়ন। এছাড়া রয়েছেন মিচেল সোয়েপসন, অ্যাস্টন অ্যাগার। প্রথমবার দলে সুযোগ পেয়েছেন তরুণ স্পিনার টড মারফিকে। এছাড়া দলে পার্টটাইম স্পিনার হিসেবে রয়েছেন ৩ ব্যাটার ট্রেভিস হেড, মার্নাস লাবুশানে ও স্টিভ স্মিথ।
advertisement
অপরদিকে, অজদের পেস অ্যাটাকে রয়েছেন অধিনায়ক প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড , স্কট বোল্যান্ড ও ল্যান্স মরিস। পেস অলরাউন্ডার হিসেে রয়েছেন ক্.ামেরন গ্রিন। তবে প্রথম ম্যাচে স্টার্স ও গ্রিন অনিশ্চিৎ। পাশাপাশি ব্যাটিং লাইনে অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেল রয়েছে অজি দলে। ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, অ্যালেক্স ক্যারি, ট্রাভিস হেড, উসমান খোয়াজা, মার্নাস লাবুশেন, ম্যাট রেনশো।
আরও পড়ুনঃ ১৯-এ মেসি বনাম রোনাল্ডো! টিকিটের দাম ভাঙতে পারে সর্বকালীন রেকর্ড
ভারত সফরে অস্ট্রেলিয়া দল- প্যাট কামিন্স (অধিনায়ক), স্টিভ স্মিথ (সহ অধিনায়ক), অ্যাস্টন আগার, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, পিটার হ্যান্ডসকম্ব, জস হেজেলউড, ট্রাভিস হেড, উসমান খোয়াজা, মার্নাস লাবুশেন, ন্যাথন লিঁয়, লান্স মরিস, টড মুরফি, ম্যাট রেনশো, মিচেল স্টার্ক, মিচেল সুইপসন এবং ডেভিড ওয়ার্নার।