TRENDING:

বোলিং বিভাগে একাধিক চমক, ভারত সফরের জন্য দল ঘোষণা অস্ট্রেলিয়ার

Last Updated:

ভারতের মাটিতে স্পিন অস্ত্রেই বিরাট-রোহিতদের মাত দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন তিনি। এবার কার্যত একমাস আগেই ভারত সফরের জন্য দল ঘোষণা করে দিল ক্রিকেট অস্ট্রেলিয়া।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#সিডনি: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ শেষের পরই কার্যত হুঙ্কার দিয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। ভারতের মাটিতে স্পিন অস্ত্রেই বিরাট-রোহিতদের মাত দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন তিনি। এবার কার্যত একমাস আগেই ভারত সফরের জন্য দল ঘোষণা করে দিল ক্রিকেট অস্ট্রেলিয়া। আর সেই দলে শুধু শক্তিশালী স্পিন অ্যাটাক রাখা হয়েছে তা নয়, গোটা বোলিং ইউনিটকেই বেশি শক্তিশালী করা হয়েছে। ১৮ জনের দলে ১০ জন বোলার ও ৮ জন ব্যাটার।
advertisement

পরপর দুবার অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে বর্ডার গাভাসকর জিতেছে ভারত। ফলে এবার ভারতের মাটিতে ব্যাগি গ্রিনদের কাছে প্রেস্টিজ ফাইট। ভারত সফরের জন্য ঘোষিত দলে মোট ৪ জন প্রধান স্পিনার নেওয়া হয়েছে। স্পিন অ্যাটাকে দলকে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ ন্যাথান লায়ন। এছাড়া রয়েছেন মিচেল সোয়েপসন, অ্যাস্টন অ্যাগার। প্রথমবার দলে সুযোগ পেয়েছেন তরুণ স্পিনার টড মারফিকে। এছাড়া দলে পার্টটাইম স্পিনার হিসেবে রয়েছেন ৩ ব্যাটার ট্রেভিস হেড, মার্নাস লাবুশানে ও স্টিভ স্মিথ।

advertisement

অপরদিকে, অজদের পেস অ্যাটাকে রয়েছেন অধিনায়ক প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড , স্কট বোল্যান্ড ও ল্যান্স মরিস। পেস অলরাউন্ডার হিসেে রয়েছেন ক্.ামেরন গ্রিন। তবে প্রথম ম্যাচে স্টার্স ও গ্রিন অনিশ্চিৎ। পাশাপাশি ব্যাটিং লাইনে অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেল রয়েছে অজি দলে। ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, অ্যালেক্স ক্যারি, ট্রাভিস হেড, উসমান খোয়াজা, মার্নাস লাবুশেন, ম্যাট রেনশো।

advertisement

আরও পড়ুনঃ ১৯-এ মেসি বনাম রোনাল্ডো! টিকিটের দাম ভাঙতে পারে সর্বকালীন রেকর্ড

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

ভারত সফরে অস্ট্রেলিয়া দল- প্যাট কামিন্স (অধিনায়ক), স্টিভ স্মিথ (সহ অধিনায়ক), অ্যাস্টন আগার, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, পিটার হ্যান্ডসকম্ব, জস হেজেলউড, ট্রাভিস হেড, উসমান খোয়াজা, মার্নাস লাবুশেন, ন্যাথন লিঁয়, লান্স মরিস, টড মুরফি, ম্যাট রেনশো, মিচেল স্টার্ক, মিচেল সুইপসন এবং ডেভিড ওয়ার্নার।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
বোলিং বিভাগে একাধিক চমক, ভারত সফরের জন্য দল ঘোষণা অস্ট্রেলিয়ার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল