TRENDING:

ইউরো এবার ফ্রান্সের, দাবি বুকিদের

Last Updated:

কিক-অফের আগেই ইউরো ফ্রান্সের। জুয়াড়িদের দরে এগিয়ে আয়োজক লে ব্লুজরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা:  কিক-অফের আগেই ইউরো ফ্রান্সের। জুয়াড়িদের দরে এগিয়ে আয়োজক দ ব্লুজরা। বুকিদের দাবি, প্রথম ম্যাচেই রোমানিয়াকে বড় ব্যবধানে উড়িয়ে দেবেন গ্রিজম্যানরা। আর ফাইনালে ফ্রান্সের প্রতিপক্ষ গতবারের চ্যাম্পিয়ন স্পেন।
advertisement

‘ফুটবল দেখুন, আইফেল টাওয়ারে থাকুন’। ইউরো শুরুর আগেই এই বিজ্ঞাপন দিয়েছিল এক পর্যটন সংস্থা। তাঁদের বিজ্ঞাপন ছিল, ইউরো নিয়ে পাঁচটি প্রশ্নের ঠিক উত্তর দিলে ‘লাকি কাপল’রা পেয়ে যাবেন আইফেল টাওয়ারে থাকার সুযোগ। ইউরোর শুরুর আগে সেই কোম্পানির অবশ্য দেখা নেই। কিন্তু মাঠে বল পড়ার আগে হু হু করে বাড়ছে ফ্রান্সের বাজির দর। প্রায় সব বুকি টাকা লাগাচ্ছেন ফ্রান্সের জন্য।

advertisement

জুয়ার দরে এই ইউরোতে যা ছবি, তাতে চ্যাম্পিয়ন হবে ফ্রান্স। ১০ জুলাই প্যারিসে দেশঁ’র দল ফাইনাল খেলবে গতবারের চ্যাম্পিয়ন স্পেনের বিরুদ্ধে। প্রথম ম্যাচেই রোমানিয়ার বিরুদ্ধে ফ্রান্স জিতছে ৩-১ গোলে। শক্ত প্রতিপক্ষ পোল্যান্ড, রাশিয়া ও জার্মানিকে হারিয়ে ফাইনালে উঠবে লে ব্লুজরা। বুকিদের দ্বিতীয় পছন্দের নাম জার্মানি। তবে কোনও দাম নেই আজুরিদের। খারাপ পূর্বাভাস ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের জন্য। বুকিদের মতে, প্রি-কোয়ার্টারেও যাবে না পর্তুগাল। চমক ইংল্যান্ডকে ঘিরে। ১৯৯৬ সালে শেষবার তারা সেমিফাইনাল খেলেছিল। এবারও রয় হজসনদের দৌড় সেমিফাইনাল পর্যন্ত। চমক দেবে ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ড।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সবমিলিয়ে প্রহর গুনছে ফুটবল বিশ্ব। শেষ পর্যন্ত কে জিতবে, ফুটবল না জুয়া, নজর এখন সবার।

বাংলা খবর/ খবর/খেলা/
ইউরো এবার ফ্রান্সের, দাবি বুকিদের