ম্যাচ শেষ তাই নিজের ভাগ্যকেও ধন্যবাদ জানিয়েছেন বিরাট ৷ সাংবাদিকদের তিনি বলেন , ‘‘ আজকে ভাগ্য আমার সঙ্গে ছিল ৷ রস টেলরের জন্য খারাপ লাগছে ৷ ক্যাচ মিসের পর ব্যাটসম্যানের লম্বা ইনিংস কখনই মেনে নেওয়া যায় না ৷ ঠিক এরকম ভুল আমিও করেছিলাম নিউজিল্যান্ড সফরে ওয়েলিংটন টেস্টে ৷ ব্রেন্ডন ম্যাকালামের ক্যাচ মিস করেছিলাম যখন ওর রান ছিল মাত্র সাত ৷ ওখান থেকে ম্যাকালাম ৩০০ করেছিল ৷ ’’
advertisement
এই উইকেটে যে ২৮৬ রান তাড়া করাটাও মোটেই সহজ কাজ ছিল না ৷ সেটাও বলেছেন বিরাট ৷ তাঁর মতে, ‘‘ আমরা হয়তো নিউজিল্যান্ডকে একটু বেশি রান করার সুযোগই করে দিয়েছি৷ কিন্তু আমরা জানতাম যে, রান তাড়া করতে আমরা ভালোই জানি৷ ধোনির উপরে উঠে আসা ও মণীশের নীচের দিকে খেলা আমাকে ভরসা জুগিয়েছে বড় রানের জন্য ৷’’
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 24, 2016 11:54 AM IST