ভারতীয় ক্রিকেট বোর্ডের গুরুত্বপূর্ণ এই মিটিংয়ে বিসিসিআই সচিব আর কোষাধ্যক্ষ পদে নির্বাচন হবে। এর আগে দেবজিত সাইকিয়া অন্তর্বর্তীকালীন হিসেবে এই কদিনের জন্য দায়িত্বভার পেয়েছিসলেন। এবার মিটিং থেকে আগামী সেপ্টেম্বর পর্যন্ত বিসিসিআই সচিব ও কোষাধ্যক্ষ নির্বাচিত হবে। অথচ নির্দিষ্ট সময়ের মধ্যে কোনও প্রতিনিধির নামই পাঠাল না সিএবি!
বোর্ডের ওয়েবসাইটে ড্রাফ্ট প্রকাশ হয়েছে। সেখানে অন্যান্য সব সংস্থার কর্তাদের নাম থাকলেও, নাম নেই সিএবির। নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিনিধির নামই পাঠাতে ভুলে গেল সিএবি! বাংলা থেকে কাহলে কি বোর্ডের সচিব ও কোষাধ্যক্ষ পদ হাতছাড়া? উঠতে শুরু করেছে সেই প্রশ্ন। ইলেকটোরাল অফিসারের মন্তব্য, নির্বাচনী নিয়ম মানেনি সিএবি। ফলে বাংলার কেউ অংশ নিতে পারবেন না ভোটে।
advertisement
আরও পড়ুনঃ IND vs AUS: সব আশা শেষ নয়! মেলবোর্নে না জিতলেও WTC Final-এ যাবে ভারত! জানুন কীভাবে
যদিও এই ঘটনায় দেরিতে হলেও টনক নড়েছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের। সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় নিজে ভুল স্বীকার করেছেন। অফলাইনে ৩০ তারিখ পর্যন্ত সময় রয়েছে বলেছে জানিয়েছেন। সোমবার সকাল ১০টার মধ্যে আবেদন পৌছে যাবে বলেও জানিয়েছেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। তবে সিএবি কি ইচ্ছেকৃত নাম পাঠাতে ভুলে গেল না এর পিছনে রয়েছে অন্য কোনও অঙ্ক? উত্তর ভবিষ্যতের গর্ভে।