TRENDING:

ভুবনেশ্বর অচল, বিশ্বকাপে ভারতের লুকনো তাস দীপক চাহার বলছেন হরভজন

Last Updated:

Bhuvneshwar Kumar lags confidence and Deepak Chahar is better bowler at present says Harbhajan. ভুবনেশ্বর অচল, ভারতের লুকনো তাস দীপক বলছেন ভাজ্জি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: তিনি যা বলেন খোলাখুলি বলতে ভালোবাসেন। লুকোচুরি তার পছন্দ নয়। তাতে অনেকের পছন্দ হয়, অনেকের হয় না। কিন্তু তাতে কিছু আসে যায় না হরভজন সিং এর। ভাজ্জি পরিষ্কার জানিয়ে দিয়েছেন আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য কেউ যদি তাকে জিজ্ঞেস করেন ভুবনেশ্বর কুমার নাকি দীপক চাহার? তার পছন্দ কে? ভাজ্জি চোখ বন্ধ করে ভোট দেবেন দীপককে।
advertisement

আরও পড়ুন - চোখে জল গোটা ফুটবল বিশ্বের! কাতারেই শেষ বিশ্বকাপ খেলবেন লিও মেসি

এর কারণ ব্যাখ্যা করেছেন ভাজ্জি। স্পষ্ট জানিয়েছেন ভুবনেশ্বর অভিজ্ঞ সন্দেহ নেই। কিন্তু শেষ কয়েক মাস দেখা দিয়েছে ডেথ ওভারে তিনি প্রচুর রান দিয়েছেন। শুরুর দিকে তার বল যদিও বা কিছুটা কাজ করে, শেষের দিকে তিনি অচল। কিন্তু দীপকের ক্ষেত্রে অনেক বেশি সুবিধা পাবে ভারত।

advertisement

পাওয়ার প্লের মধ্যে দীপক অনেক বেশি উইকেট তুলে নেওয়ার মতো ডেলিভারি করে থাকেন। একই একশনে দুদিকে বল মুভ করাতে জানেন। তার আউট সুইং এবং ইন সুইং দুটোই ব্যাটসম্যানদের পরীক্ষার মুখে ফেলে। ভুবনেশ্বরের তুলনায় তার বলের গতি বেশি। তাছাড়া ব্যাট হাতে ভুবনেশ্বর অচল। সেখানে দীপক কিছুটা হলেও অবদান রাখতে পারেন।

রাহুল দ্রাবিড় আগেও জানিয়েছিলেন দীপক ফিট থাকলে দলের কাছে সম্পদ। তাছাড়া আইপিএলে চেন্নাইতে খেলার কারনে ধোনির টিপস পেয়ে এই ফরম্যাটে চাহার নিজেকে গুছিয়ে নিতে পেরেছেন। এটা তাকে মানসিকভাবে অনেক কঠিন করে তুলেছে। তাছাড়া দীপকের মত ক্রিকেটার দলে থাকলে ব্যাটিং করার সময় শেষদিকে স্কোরবোর্ডে কিছু গুরুত্বপূর্ণ রান যোগ করতে পারে ভারত।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সুন্দরবনে বাঘের দৌরাত্ম্য কমছে! তবে পর্যটকদের দর্শন দিচ্ছে দক্ষিণরায়, পিছনে বড় কারণ
আরও দেখুন

সেটাই চেষ্টা করবে ম্যানেজমেন্ট। অলরাউন্ডার হিসেবে তাকে ধরা না হলেও, কিন্তু কিছুটা হলেও কিন্তু দীপকের মধ্যে সেই ক্ষমতা আছে। তাই ভুবনেশ্বর কুমার নয়, অস্ট্রেলিয়ার মাটিতে বুমরাহর পরিবর্তে হরভজনের প্রথম পছন্দ দীপক চাহার।

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
ভুবনেশ্বর অচল, বিশ্বকাপে ভারতের লুকনো তাস দীপক চাহার বলছেন হরভজন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল