আরও পড়ুন - শ্রীরামের পরামর্শে ওপেনার বদল বাংলাদেশের, ড্রেসিংরুমে নয়া ফর্মুলা টাইগারদের
ভুবনেশ্বর কুমারের ফর্ম এই মুহূর্তে টিম ম্যানেজমেন্টের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ভুবিকে দলে রাখা নিয়ে তীব্র সমালোচনাও চলছে। তবে ভারতের প্রাক্তন বিতর্কিত পেসার এস শ্রীসন্ত কিন্তু ভুবনেশ্বরকে সমর্থন করে তাঁর পাশে দাঁড়িয়েছেন। ৪ ম্যাচে ডেথ ওভারে বোলিং করে ভুবি অজস্র রান বিলিয়েছেন।
advertisement
প্রাক্তন পেসার শ্রীসন্ত বিশ্বাস করেন যে, ভুবনেশ্বর অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের জন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড় হবেন। তবে এই মুহূর্তে তাঁর সমালোচনা না করে সকলের ভুবির পাশে দাঁড়ানো উচিত। এটি কাজ করে এবং কখনও কখনও এটি কাজ করে না। আমাদের ভুবনেশ্বরকে সমর্থন করতে হবে।
ব্যাটিংয়ের ক্ষেত্রে যেমন আমরা দীনেশ কার্তিককে সমর্থন করি। আমি ওর অভিজ্ঞতা এবং বল সুইং করার ক্ষমতা সম্পর্কে খুবই আত্মবিশ্বাসী। ওর ব্যাক-অফ-দ্য-লেংথ স্লোয়ার আছে। কঠিন বাউন্সি উইকেটে যদি ও ওর গতির পরিবর্তন করে, তা হলে অস্ট্রেলিয়ার পিচে ওর সহায়ক হবে।
শ্রীসন্থ অবশ্যই যেটা বলেছেন তার পেছনে যুক্তি আছে। ভুবনেশ্বর এর আগে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মাটিতে সফল হয়েছেন। যে উইকেটে বল নড়াচাড়া করবে সেখানে ভুবনেশ্বর ব্যাটসম্যানদের ক্ষেত্রে বিপদজনক হয়ে ওঠেন। তাই কঠিন সময় তার পাশে দাঁড়িয়ে ভারতীয় টিম ম্যানেজমেন্ট সঠিক সিদ্ধান্ত নিয়েছে মনে করেন শ্রীসন্থ। এই ভরসার মূল্য টি-টোয়েন্টি বিশ্বকাপে দেবেন ভুবনেশ্বর নিশ্চিত শ্রী।