ভারতীয় ক্রিকেটের ২ কিংবদন্তি কপিল দেব এবং সুনীল গাভাসকার মনে করেন ভুবনেশ্বরকে দলে রাখা একেবারে সঠিক সিদ্ধান্ত। অস্ট্রেলিয়ার মাটিতে ভুবনেশ্বর বল করবেন মাত্র চার ওভার। কপিল মনে করেন পাওয়ারপ্লে এবং প্রথম ১০ ওভারের ভেতরেই ভুবনেশ্বরকে তার কোটা শেষ করে ফেলতে হবে।
আরও পড়ুন - বিশ্বকাপে দলে সুযোগ পাননি, সঞ্জু অবশ্য ভারতকে চ্যাম্পিয়ন দেখতে চান অস্ট্রেলিয়ায়
advertisement
বল যতক্ষণ সুইং হবে, ততক্ষণ ভুবনেশ্বর কিন্তু ব্যাটসম্যানদের কাজ কঠিন করে তুলবেন। তার সবচেয়ে বড় ক্লাস পয়েন্ট ডান এবং বাঁহাতি দু'রকম ব্যাটসম্যানদের বিপক্ষেই সঠিক জায়গায় বল রাখতে পারা। সুনীল গাভাসকার মনে করেন অভিজ্ঞতার দাম আছে ভুবনেশ্বরের। অতীতে অস্ট্রেলিয়ার মাটিতে তিনি খেলেছেন।
তাই এখানকার উইকেটে নিজের লাইন এবং লেন্থ কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে তার জানা আছে। বিশেষ করে সিম সোজা রেখে ব্যাটসম্যানদের বোকা বানানোর ক্ষেত্রে ভুবনেশ্বর বেশ বুদ্ধিমান। তাই কপিল এবং সানি দুজনেই একমত বিশ্বকাপে ভুবনেশ্বরকে দলে রাখা সঠিক সিদ্ধান্ত ভারতের। তিনি আউট সুইং এবং ইন সুইং একইভাবে করাতে পারেন।
সবচেয়ে বড় কথা অধিনায়ক রোহিত শর্মা ভুবনেশ্বরের ওপর সম্পূর্ণ আশা রেখেছেন। রোহিত পরিষ্কার জানিয়েছেন ভারতের টি টোয়েন্টি দলে ভুবনেশ্বর নাকি অটোমেটিক চয়েজ। তার জায়গা নিয়ে প্রশ্ন থাকতে পারে না। এখন দেখার অধিনায়ক এবং প্রাক্তন ক্রিকেটারদের ভরসার মর্যাদা কতটা দিতে পারেন ভুবনেশ্বর।