সাত বার ব্যালন ডি ওর জয়ী মেসি বিশ্বকাপে সাতটি গোল এবং তিনটি এ্যাসিস্ট করেন, প্রায় বেশিরভাগ ম্যাচেই তিনি হয়েছেন ম্যাচের সেরা। দ্বিতীয় বার বিশ্বকাপ সোনালী বল জেতার পর আরও প্রবল হয়েছে তার সাথে ফুটবল রাজপুত্র দিয়েগো মারাদোনার তুলনা। প্রাক্তন জার্মান তথা বার্সেলোনা ফুটবলার বার্ন্ড শাস্টার বলছেন, কাতার বিশ্বকাপে তার অভিজ্ঞতাকে কাজে লাগিয়েছেন মেসি, আমরা বিশ্বকাপে যাকে দেখেছি, সে হল ভেটেরান মেসি।
advertisement
সে আর ওই তরুণ নেই যাকে দেখে সমস্ত মানুষ ফুটবলের প্রেমে পড়বে এবং এটাই সবথেকে গুরুত্বপূর্ণ তার কাছে। তার অভিজ্ঞতার সাথে, বয়সের সাথে তিনি নিজেকে অনেক পরিবর্তন করেছেন। তিনি এরপর কিছু পার্থক্য বর্ণনা করেছেন দুই আর্জেন্টাইন কিংবদন্তির মধ্যে। তিনি বললেন, আমি একটি ছোট্ট পার্থক্য দেখতে পাই দিয়েগো এবং লিওর মধ্যে, সেটি হলো দিয়েগো অনেক বেশি বহির্মুখী।
তিনি যা অনুভব করতেন, সেটি সবাইকে বোঝাতে পারতেন। মেসি অতটা ভালো করে বলতে পারেননা - আমি নিজের দেশের জন্য মৃত্যুবরণ করতে পারি, আমার দেশবাসীর জন্য মৃত্যুবরণ করতে পারি - কিন্তু সে এই ব্যাপারে নিজের মধ্যেই ভাবেন। কিন্তু দিয়েগোর কোথায় এলে, তিনি যা অনুভব করছেন সেটা দেশবাসী, তার দল এবং তার সমর্থকদের মধ্যে সেটা বুঝিয়ে দিতে পারতেন, এই জন্য তাকে সবাই এত ভালোবাসতো। মেসি তার অনুভূতিগুলো নিজের মধ্যে রাখে, এবং মাঠেও ঠিক একই রকম তিনি।