এরপরেও মুক্তি নেই। গত ৩১ ডিসেম্বর বর্ষশেষের রাত। এক মহল্লায় চলছিল নির্ভেজাল বর্ষশেষের পার্টি। হঠাৎ হামলা করল চার-পাঁচজন মদ্যপ যুবক। বেছে বেছে মহিলাদের অপমান করা হল। নাকের ডগায় দাঁড়িয়ে থেকেও ঠুঁটো জগন্নাথ পুলিশ। কার কাছে যাবেন ওই নির্যাতিতারা। কারণ ঘটনা নিয়ে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য উসকে দিল নতুন বিতর্ক। মন্ত্রী দাবি করলেন, বছর শেষের রাতে এমন ঘটনা ঘটতেই পারে। দেশের অন্যতম সেরা মেট্রো শহর বেঙ্গালুরু। শিক্ষা আর প্রযুক্তির শহরে মহিলাদের এমন অবস্থায় প্রতিবাদ হল সব মহল থেকে। পরিসংখ্যান বলছে, গত দেড় বছরে মহিলাদের জন্য সবচেয়ে খারাপ শহরের নাম বেঙ্গালুরু। যেখানে দিনে দিনেই বাড়ছে মহিলাদের উপর নির্যাতনের ঘটনা। পেশাদারিত্বের ছোঁয়ায় এই ঘটনার প্রতিবাদকে এবার ফুটবল মাঠেও ছড়িয়ে দিল বেঙ্গালুরু। শনিবার আই লিগের প্রথম ম্যাচে গোলাপি জার্সিতে মাঠে নেমে সবাইকে চমকে দিলেন সুনীল ছেত্রীরা। প্রথমে মনে হচ্ছিল বার্সেলোনার সঙ্গে মিল রেখেই এই নতুন জার্সির পরিকল্পনা। কিন্তু পরে সরকারি ভাবে জানিয়ে দেওয়া হল, এই পিঙ্ক প্রতিবাদের রং। বেঙ্গালুরুতে যা চলছে, তার প্রতিবাদ করতেই এই জার্সি। বেঙ্গালুরুর এই উদ্যোগকে কুর্নিশ করছে দেশ। এমন দৃষ্টান্ত কবে দেখবে ময়দান।
advertisement