TRENDING:

‘দাবাং’ চ্যালেঞ্জকে ভোঁতা করে প্রো কবাডির শীর্ষে বেঙ্গল ওয়ারিয়ার্স

Last Updated:

গত দু’মরসুম পারফরম্যান্স ভাল হয়নি। সপ্তম ও ষষ্ঠ হয়েই বিদায় নিতে হয়েছে। কিন্তু প্রো কবাডির তৃতীয় সংস্করণে ফর্ম তুঙ্গে কলকাতার চ্যালেঞ্জ বেঙ্গল ওয়ারিয়র্সের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা:  গত দু’মরশুমে যা পারফরম্যান্স ৷ তাতে বেঙ্গল ওয়ারিয়ার্সের হয়ে এবছরও কেউই বাজি ধরতে রাজি ছিলেন না ৷ কিন্তু এবছর প্রো কবাডিতে যে অন্য স্ট্র্যাটেজি এবং অনেক ভালো টিম নিয়ে খেলতে নেমেছে কলকাতার দল , সেটা তাদের খেলা না দেখলে বোঝার উপায় নেই ৷ দু’টো ম্যাচ জিতেই নিজেদের শহরে এসেছিলেন বাংলার যোদ্ধারা ৷ এখানে এসেও সেই জয়ের ধারা বজায় রাখতে এখনও পর্যন্ত সফল তাঁরা ৷ রবিবার পুণেরি পল্টনদের হারানোর পর এদিন দাবাং দিল্লিকেও ধরাশায়ী করল প্রতাপ শেঠির দল ৷ সেইসঙ্গে প্রো কবাডির তৃতীয় সংস্করণে শীর্ষ স্থানে উঠে এলে বেঙ্গল ওয়ারিয়ার্স ৷
advertisement

সোমবার নেতাজি ইন্ডোরে দাবাং দিল্লিকে হারাতে বিশেষ সমস্যায় পড়তে হয়নি বাংলা দলকে ৷  ম্যাচের ফল ৩৪-১৭। টুর্নামেন্টে এটি কলকাতার চতুর্থ জয়। দিল্লি ইতিমধ্যেই ছ’ম্যাচের সব কটাতেই হেরে লিগ টেবলে সবার তলায় রয়েছে। দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে এ দিন আগাগোড়া আক্রমণাত্মক ছিলেন কলকাতার  মহেশ গৌড়, নীতিন তোমাররা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

চার ম্যাচে কলকাতার পয়েন্ট ২০। সমসংখ্যক ম্যাচে পটনা পাইরেটসের পয়েন্টও ২০। কলকাতার মতোই এ দিন তারা ২৯-২৫ হারাল তেলুগু টাইটান্সকে। কিন্তু প্রো-কবাডির টেকনিক্যাল নিয়মে কলকাতার পিছনেই থাকতে হল পটনাকে। মঙ্গলবার এই পটনা পাইরেটসেরই মুখোমুখি হবে বেঙ্গল ওয়ারিয়ার্স ৷

বাংলা খবর/ খবর/খেলা/
‘দাবাং’ চ্যালেঞ্জকে ভোঁতা করে প্রো কবাডির শীর্ষে বেঙ্গল ওয়ারিয়ার্স