প্রথম দিন টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় সৌরাষ্ট্র। ব্যাটিং ভরাডুবির সম্মুখীন হয় বাংলা। শাহবাজ আহমেদ ও অভিষেক পোড়েলের অর্ধশতরানের সৌজন্যে ১৭৪ রান করে বাংলা। প্রথম দিনের শেষে সৌরাষ্ট্রের স্কোর ছিল ৮১ রানে ২ উইকেট। দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে নাইট ওয়াচম্যান চেতন সাকারিয়াকে নিয়ে শুরুটা ভালো করেছিল হার্ভিক দেশাই। নিজের অর্ধশতরানও পূরণ করেন হার্ভিক। দলের ১০১ রানের মাথায় ব্যক্তিগত ৫০ রান করে মুকেশ কুমারের বলে আউট হন হার্ভিক দেশাই। চতুর্থ উইকেটের জন্য বেশি অপেক্ষা করতে হয়নি বাংলাকে। ১০৯ রানে পরের উইকটে হারায় সৌরাষ্ট্র। ৮ রান করে ঈশান পোড়েলর বলে আউট হন চেতন সাকারিয়া।
advertisement
এরপর শেলডন জ্যাকসন ও অর্পিত ভাসাভেদা মিলে এগিয়ে নিয়ে যান দলের স্কোরবোর্ড। মধ্যাহ্ন বিরতি পর্যন্ত আর কোনও উইকেট ফেলতে পারেনি বাংলা। দ্বিতীয় দিনের লাঞ্চে সৌরাষ্ট্রের স্কোর ছিল ১৪৮ রানে ৪ উইকেট। মধ্যাহ্ন বিরতির পর নিজের অর্ধশতরান পূরণ করেন শেলডন জ্যাকসন। বাংলার প্রথম ইনিংসের স্কোরও টপকে যায় সৌরাষ্ট্র। ব্যক্তিগত ৫৯ রান করে দলের ২০৪ রানের মাথায় আউট হন শেলডন। ঈশান পোড়েলের বলে আউট হন তিনি।
আরও পড়ুনঃ IPL 2023 Schedule: ঘোষিত হল আইপিএল ২০২৩-এর পূর্ণাঙ্গ সূচি, প্রথম ম্যাচেই ধোনি-হার্দিক দ্বৈরথ
এরপর অর্পিত ভাসাভাদাকে সঙ্গ দেন চিরাগ জানি। নিজের অর্ধশতরান পূরণ করেন অর্পিত ভাসাভাদা। চা বিরতি পর্যন্ত সৌরাষ্ট্রের স্কোর ২৩৮ রানে ৫ উইকেট। ৫৪ রানে অপরাজিত ভাসাভাদা ও ১৭ রানে চিরাগ জানি। ৬৪ রানে এগিয়ে বাংলার থেকে। চি বিরতির পর খারাপ আলোর কারণে ইডেনে খেলা শুরু করা যায়নি। দ্বিতীয় দিনের শেষ পর্যন্ত আর আলোর অভাবে খেলা হয়নি। ফলে দ্বিতীয় মিরাকেল কিছু ঘটার অপেক্ষায় বাংলার ক্রিকেটার ও ফ্যানেরা।
