TRENDING:

Bengal Pro T20 League: বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগের উদ্বোধনী ম্যাচে মন্ত্রী মনোজের হারবার ডায়মণ্ডসের হার, জয়ী শিলিগুড়ি

Last Updated:

Bengal Pro T20 League:আইপিএলের কাছে এই মেগা টুর্নামেন্ট শুরু হলেও উদ্বোধনী ম্যাচে দর্শকদের উপস্থিতি খুব একটা চোখে পড়েনি। গ্যালারিতে হাতে গোনা কয়েকশো লোক ছাড়া উপস্থিত ছিলেন ছেলেদের এবং মেয়েদের মিলিয়ে মোট 16 দলের ক্রিকেটার ও আমন্ত্রিত অতিথিরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা:  বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগের উদ্বোধনী ম্যাচে মন্ত্রী মনোজের হারবার ডায়মণ্ডসের হার। জয়ী শিলিগুড়ি স্ট্রাইকার্স। মঙ্গলবার সন্ধ্যায় ইডেন গার্ডেন্সে আট রানে হারবার ডায়মণ্ডসকে পরাজিত করল সৌরাশিস লাহিড়ীর কোচিংয়ে থাকা শিলিগুড়ি। বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগের প্রথম ম্যাচটি ছিল শিলিগুড়ি স্ট্রাইকার্স এবং হারবার ডায়মণ্ডস এর মধ্যে।
বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগের উদ্বোধনী ম্যাচে মন্ত্রী মনোজের হারবার ডায়মণ্ডসের হার
বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগের উদ্বোধনী ম্যাচে মন্ত্রী মনোজের হারবার ডায়মণ্ডসের হার
advertisement

কম রানের ম্যাচে উপভোগ্য লড়াই দেখা গেল ইডেনের বাইশ গজে। প্রথমে ব্যাট করতে নেমে শিলিগুড়ি স্ট্রাইকার্স ভালো করতে পারেনি। কুড়ি ওভারে মাত্র ১৪১ রান তোলে। ওপেনার অভিষেক রামন দ্বিতীয় ওভারেই আউট হন। অঙ্কুর পাল এবং বিশাল ভাটির জুটিতে ওঠা ৩৮ রান দলের বিপর্যয়ে রাশ টানে। তবে নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে একসময় দলের রান ১১ওভারে পাঁচ উইকেটে ৮১রানে দাঁড়ায়।

advertisement

আরও পড়ুন – Monsoon Rain Update: এখনও বৃষ্টির শিকে ছিঁড়বে না এই জেলাগুলিতে, তবে প্রবল বেগে দুর্যোগের রেড অ্যালার্ট জারি একাধিক জেলায়

শেষ পর্যন্ত ১৯দশমিক তিন ওভারে ১৪১রানে শেষ হয় শিলিগুড়ি স্ট্রাইকার্স এর ইনিংস। তবে প্রতিপক্ষ হারবার ডায়মণ্ডসকে ১৩৩ রানে অলআউট করে দেয় শিলিগুড়ি। জয়ের জন্য ১৪২ রান দরকার এই লক্ষ্যে খেলতে নেমে হারবার ডায়মণ্ডস শুরুতেই উইকেট হারায়।

advertisement

—- Polls module would be displayed here —-

ওপেনার সায়ন শেখর মণ্ডল দ্বিতীয় ওভারে মাত্র ৪ রান করে আউট হয়ে ফিরে যান। দ্রুত রান তুলতে তারা ব্যর্থ। প্রথম দশ ওভারে হারবার ডায়মণ্ডস মাত্র ৬৪ রান তোলে। হারবার ডায়মণ্ডস অধিনায়ক মনোজ তিওয়ারি ১৩বলে মাত্র চার রান করে ফিরে যান। শেষ ওভারে হারবার ডায়মণ্ডস এর জয়ের জন্য দরকার ছিল ১৭ রান। বাদল মরিয়া হয়ে চেষ্টা করলেও আউট হয়ে যান। ২২ বলে ৩৭ রান করেন বাদল সিং। তার আউট হওয়ার সঙ্গেই হারবার ডায়মণ্ডস এর হার নিশ্চিত হয়ে যায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

শিলিগুড়ির হয়ে আকাশদীপ এবং সূরয সিন্ধু জয়সওয়াল দুরন্ত বোলিং করেন। দলকে জেতাতে না পারলেও ব্যাটে এবং বোলিংয়ের নজর কাড়লেন প্রয়াস রায় বর্মন। বৃহস্পতিবার শিলিগুড়ি স্ট্রাইকার্স মুখোমুখি হবে মুর্শিদাবাদ কিংস এর।  আইপিএলের কাছে এই মেগা টুর্নামেন্ট শুরু হলেও উদ্বোধনী ম্যাচে দর্শকদের উপস্থিতি খুব একটা চোখে পড়েনি। গ্যালারিতে হাতে গোনা কয়েকশো লোক ছাড়া উপস্থিত ছিলেন ছেলেদের এবং মেয়েদের মিলিয়ে মোট ১৬ দলের ক্রিকেটার ও আমন্ত্রিত অতিথিরা।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Bengal Pro T20 League: বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগের উদ্বোধনী ম্যাচে মন্ত্রী মনোজের হারবার ডায়মণ্ডসের হার, জয়ী শিলিগুড়ি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল